‘গাজায় ধ্বংস হয়েছে ভবন, হাসিনা ধ্বংস করে গেছেন প্রতিষ্ঠান-নীতিমালা-মানুষ’

জুমবাংলা ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা।
প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন গত আগস্টে বাংলাদেশে ফেরেন, তখন তাঁর চারপাশে বিষাদময় দৃশ্য। রাজপথে তখনো রক্তের দাগ লেগে ছিল। মর্গে রাখা ছিল এক হাজারের বেশি বিক্ষোভকারী ও শিশুর মরদেহ, যাঁদের শরীরে ছিল পুলিশের ছোড়া বুলেটের আঘাত।
১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লবে শেখ হাসিনা সবে তখন ক্ষমতাচ্যুত হয়েছেন। তিনি একটি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর নৃশংসতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে থাকা সাধারণ মানুষ তাঁর বাসভবনে লুটপাট চালিয়েছেন।
দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ প্রবর্তনের জন্য নোবেল পুরস্কার পাওয়া ৮৪ বছর বয়সী অর্থনীতিবিদ ইউনূস অনেক আগেই তাঁর রাজনৈতিক বাসনা ত্যাগ করেছেন। বছরের পর বছর ধরে তিনি হাসিনার দিক থেকে অপমান ও নির্যাতনের শিকার হয়েছেন। হাসিনা তাঁকে রাজনৈতিক হুমকি মনে করতেন এবং তাঁকে বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে দিতেন না।
তবে শিক্ষার্থী বিক্ষোভকারীরা যখন তাঁকে (মুহাম্মদ ইউনূস) বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারকে নেতৃত্ব দিতে বললেন, তিনি রাজি হলেন।
দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে গিয়ে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে ক্ষতি তিনি (হাসিনা) করে গেছেন, তা বিশাল। এটা আরেক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশে পরিণত হয়েছে। পার্থক্য যা হলো এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক।’
হাসিনার শাসনামল ছিল স্বৈরশাসন, সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা। জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহের রক্তপাতের মধ্য দিয়ে এর চূড়ান্ত পতন হয়। তাঁর দমনমূলক শাসন, পুলিশের সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের মতে, এসব কর্মকাণ্ড ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে গণ্য হতে পারে। তিনি (হাসিনা) অতিরিক্ত বলপ্রয়োগের সব অভিযোগ অস্বীকার করেছেন।
ইউনূসের বাংলাদেশে প্রত্যাবর্তনকে দেশের জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছিল। তিনি (ইউনূস) দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে হাসিনার সুরক্ষাবলয় থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করেছেন। যেসব গোপন আটক কেন্দ্রে হাসিনার সমালোচকদের নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে, সেগুলো খালি করা হয়েছে। মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে এবং হাসিনার বিরুদ্ধে শত শত অভিযোগ আনা হয়েছে, যেগুলো তিনি (হাসিনা) অস্বীকার করছেন।
ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যা হবে কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর পরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডের কার্যক্রম স্থগিত করায় একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের (১০০ কোটি ডলার) চেয়ে বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইউএসএইড। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প অভিযোগ করেছেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে, যাতে তারা ‘একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে’। যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রকে নিজেদের পক্ষে আনার চেষ্টা হিসেবে সম্প্রতি বাংলাদেশে ট্রাম্পের শতকোটিপতি সমর্থক ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক চালুর আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তাঁর আশপাশে থাকা সূত্র বলেছে, আগামী এপ্রিলে ইলন মাস্ক বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে।
অধ্যাপক ইউনূস আশা করছেন যে ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং ‘বিনিয়োগের ভালো সুযোগ’ হিসেবে দেখতে পারেন। তিনি বলেছেন, ইলন মাস্কের ঢাকা সফরকালে তাঁর সামনে বিষয়টি তুলে ধরার কথা ভাবছেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ‘ট্রাম্প একজন ব্যবসাবান্ধব মানুষ। সুতরাং আমি তাঁকে বলছি, আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন।’ অধ্যাপক ইউনূস আরও বলেন, তিনি যদি চুক্তি না করেন, তাহলে বাংলাদেশ হয়তো কিছুটা সমস্যাবোধ করবে, কিন্তু ‘এই গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হবে না।’
সূত্র: দ্য গার্ডিয়ান
সোর্স: জুম বাংলা