বাবা-ছেলে মিলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জুমবাংলা ডেস্ক : বগুড়া সদর উপজেলায় বাবা-ছেলে মিলে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৫ ফেব্রুয়ারির এ ঘটনায় করা মামলার প্রধান আসামি গোপাল চন্দ্র দাসকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। আরেক আসামি গোপালের বাবা তুলসী চন্দ্র দাস পলাতক।
মঙ্গলবার র্যাব-১২ সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার উসমান গণি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৫ ফেব্রুয়ারি স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে ধর্ষণ করে গোপাল ও তার বাবা তুলসী। ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি গোপাল এবং ২ নম্বর আসামি তুলসী। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। র্যাব-১২ ও র্যাব-৫-এর যৌথ অভিযানে সোমবার রাতে গোপালকে রাজশাহী থেকে গ্রেপ্তারের পর বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, মুদি দোকানি গোপাল ওই স্কুলছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করে আসছিল। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কৌশলে তাকে ডেকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে গোপাল ধর্ষণ করে। এরপর ধর্ষণ করে তার বাবা তুলসী।
এদিকে এলাকাবাসী জানান, বাবা-ছেলে মিলে মেয়েটিকে ধর্ষণের পর বখাটে যুবকদের ৫০ হাজার টাকার বিনিময়ে ধাপাচাপা দেওয়ার চেষ্টা করে। মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আলমাস হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গোপালের বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোর্স: জুম বাংলা