বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ: কীভাবে দেখা যাবে বিরল ‘ব্লাড মুন’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২৫ সালের ১৪ মার্চ আকাশে একটি বিরল ও চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে। এদিন চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ লাল চাঁদে আলোকিত হবে যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
সোমবার (১০ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এই মহাজাগতিক দৃশ্য বিশ্বের সব অঞ্চল থেকে দেখা যাবে না। নর্থ ও সাউথ আমেরিকা থেকে ব্লাড মুন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। ইউরোপের কিছু অংশে চাঁদ অস্ত যাওয়ার সময় এই দৃশ্যের এক ঝলক দেখা যাবে, আর পূর্ব এশিয়ায় চন্দ্রোদয়ের সময় এই ঘটনার অংশবিশেষ দেখা যাবে।
ব্লাড মুন একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা, যা পূর্ণ চন্দ্রগ্রহণের সময় ঘটে। এই সময় চাঁদ লাল বা লালচে বাদামি রঙ ধারণ করে। পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের আলো প্রবেশ করার সময় তা বেঁকে যায় এবং লাল রঙের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে। এই কারণে চাঁদ লাল দেখায়। এই ঘটনাটি বিশ্বজুড়ে একই সময়ে ঘটে এবং চাঁদের পৃষ্ঠ প্রায় ৬৫ মিনিট ধরে লাল রঙে রঞ্জিত থাকে।
ব্রিটেনের পশ্চিমে বসবাসকারীরা চাঁদের পূর্ণগ্রহণ দেখতে পারবেন। এটি স্থানীয় সময় ১৪ মার্চ ভোর ৪টার দিকে শুরু হবে। চাঁদ প্রায় ৬৬ মিনিটের জন্য সম্পূর্ণরূপে ঢাকা থাকবে এবং পৃথিবীর সমস্ত ছায়া অতিক্রম করতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগবে। ব্রিটেনে এটি দেখার সর্বোত্তম সময় হল ভোর ৫টার দিকে, আকাশ খুব উজ্জ্বল হওয়ার আগে।
প্রায় তিন বছর পর আবারও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর আগে শেষবার এমন দৃশ্য দেখা গিয়েছিল ২০২২ সালে। সর্বাধিক গ্রহণের বিন্দুটি প্রশান্ত মহাসাগরের ওপরে অবস্থিত হবে।
সোর্স: জুম বাংলা