ঢালিউডের নায়িকাদের পারিশ্রমিক, কোন নায়িকা কত টাকা নেন

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই চলেছে। প্রযোজক এবং পরিচালকদের মতে, এখনকার নায়িকারা অনেক বেশি পারিশ্রমিক নিচ্ছেন। কেউ নিচ্ছেন ৩ লাখ আবার কেউ নিচ্ছেন ১৫ লাখ টাকা। চলুন, দেখে নেওয়া যাক ঢালিউড নায়িকাদের ছবিপ্রতি পারিশ্রমিক:
অপু বিশ্বাসঅপু বিশ্বাস তার ক্যারিয়ারের শুরুতে হিট ছবির মাধ্যমে পরিচিতি লাভ করেন। এক সময় তার সম্মানী ছিল ১৫ থেকে ২০ লাখ টাকা। বর্তমানে তার পারিশ্রমিক ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে।
তমা মির্জাতমা মির্জা এখন ঢালিউডের প্রথম পছন্দ। ২০২৩ সালে তার ছবি ‘সুড়ঙ্গ’ সুপারহিট হয় এবং বর্তমানে তিনি ১০ থেকে ১৫ লাখ টাকা সম্মানী নিচ্ছেন।
শবনম বুবলীবুবলী ক্যারিয়ারের শুরুতে ৫ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন। বর্তমানে তিনি ছবিপ্রতি ৬ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিক নেন।
বিদ্যা সিনহা মিমমিম তার প্রথম সিনেমায় ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন এবং তার অভিনীত ছবিগুলি বেশ জনপ্রিয়। বর্তমানে তিনি ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন।
নুসরাত ফারিয়ানুসরাত ফারিয়া তার প্রথম সিনেমায় ৫ থেকে ৭ লাখ টাকা সম্মানী পেয়েছিলেন। বর্তমানে তিনি ১০ থেকে ১৫ লাখ টাকা সম্মানী নিচ্ছেন।
স্পেশাল লেখা : কে এই বাবা ভাঙ্গা? রহস্যময় ভবিষ্যৎবক্তার নতুন পূর্বাভাস বিশ্বকে কাঁপাচ্ছে!
পূজা চেরীপূজা চেরী এখন ছবিপ্রতি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। তবে গল্প বা প্রযোজকের সঙ্গে বোঝাপড়া অনুযায়ী সম্মানী কিছুটা কম বা বেশি হতে পারে।
HMD 130 Music ও HMD 150 Music : ফিচার ফোনেই উপভোগ করা যাবে মিউজিক!
প্রার্থনা ফারদিন দীঘিদীঘি প্রথম সিনেমায় ৩ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন। বর্তমানে তার সম্মানী ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে।
সোর্স: জুম বাংলা