শীঘ্রই লঞ্চহতে চলেছে Vivo V50 Lite 4G, জানুন স্পেসিফিকেশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই Vivo তাদের Vivo V50 Lite ফোনটি 4G এবং 5G ভেরিয়েন্টে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে Vivo V50 Lite 5G ফোনটি লিস্টেড হয়েছে। একইসঙ্গে Google Play Console সাইটের লিস্টিঙের মাধ্যমে Vivo V50 Lite 4G ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। অন্যদিকে Geekbench সাইটে Vivo V50 Lite 4G ফোনটি দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Vivo V50 Lite 4G এর গীকবেঞ্চ লিস্টিং
গীকবেঞ্চ সাইটে The TechOutlook আপকামিং ভিভো ফোনটি “V2441” মডেল নাম্বার সহ স্পট করেছে।
Geekbench লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানানো হয়নি, তবে এর আগে Google Play Console সাইটে একই মডেল নাম্বার Vivo ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে মার্কেটিং নাম Vivo V50 Lite হবে বলে জানা গিয়েছিল।
এই ফোনটি 4G ভেরিয়েন্ট হবে বলে আশা করা হচ্ছে। কারণ FCC, SIRIM এবং NBTC সার্টিফিকেশন প্ল্যাটফর্মগুলিতে 5G ভেরিয়েন্ট V2440 মডেল নাম্বার সহ দেখা গেছে।
Geekbench লিস্টিঙের মাধ্যমে সিঙ্গেল কোর এবং মাল্টি কোর স্কোর সহ সিস্টেম, CPU এবং স্টোরেজ সম্পর্কিত তথ্য জানা গেছে। CPU ডিটেইলস অনুযায়ী এই ফোনটিতে অক্টাকোর প্রসেসর থাকবে, এতে 1.90GHz ক্লক স্পীডযুক্ত চার কোর এবং 2.8GHz ক্লক স্পীডযুক্ত চার কোর রয়েছে।
সোর্স কোডে Adreno 610 GPU এর উল্লেখ রয়েছে। এই তথ্য অনুযায়ী আপকামিং Vivo V50 Lite 4G ফোনটিতে Snapdragon 685 SoC চিপসেট দেওয়া হতে পারে। অন্যদিকে আগের Vivo V40 Lite 4G মডেলে একই চিপসেট ছিল।
Google Play Console লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Vivo V50 Lite 4G ফোনটিতে Snapdragon 680 SoC দেওয়া হবে।
এছাড়া দুটি লিস্টিঙের মাধ্যমে ফোনটি Android 15 সহ কাজ করবে এবং 8GB RAM থাকবে বলে জানা গেছে। অন্যদিকে Vivo ফোনটি বেশ কয়েকটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
Vivo V40 Lite 4G এর সম্পর্কে জানা গেছে:
গুগল প্লে কনসোলে Vivo V50 Lite 4G ফোনটির রেন্ডার গোল্ড কালার অপশনে লিস্টেড হয়েছিল।
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা রেন্ডার অনুযায়ী ফোনটির টপ-সেন্টারে পাঞ্চ-হোল ক্যামেরা এবং অত্যন্ত পাতলা বেজাল সহ দেখা গিয়েছিল।
ফ্রেমে ডিজাইন ফ্ল্যাট রয়েছে, এর ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেওয়া হয়েছে।
ফোনের ফ্ল্যাট রেয়ার প্যানেল ও ওভাল শেপের ক্যামেরা মডিউলে দুটি ক্যামেরা এবং Vivo এর Aura LED ফ্ল্যাশ দেখা গিয়েছিল।
FCC লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হবে। এছাড়া এই ফোনটিতে 256GB স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।
Vivo তাদের Vivo V40 Lite ফোনটি ভারতে লঞ্চ করেনি, এটি গ্লোবাল বাজারে Rp 3,299,000 অর্থাৎ প্রায় 17,400 টাকা দামে পেশ করা হয়েছিল। একইরকম Vivo V50 Lite সিরিজের সঙ্গেও হতে পারে, অন্যদিকে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
সোর্স: জুম বাংলা