প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ার পাহাং রাজ্যে আটক ৪৮ বাংলাদেশিসহ ১৩১ অভিবাসী

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ অভিবাসীদের ‘হটস্পট’-এ অভিযান চালিয়ে ১৩১ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সোমবার ও মঙ্গলবার পাহাং বেনটং এবং কুয়ান্টানের আশেপাশে বেশ কয়েকটি অবৈধ অভিবাসী ‘হটস্পট’ স্থানে এনফোর্সমেন্ট অভিযানের ১৩১ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন ৪৮ বাংলাদেশি।

পাহাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানিয়েছেন, আটককৃত অভিবাসীরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন (আইন ১৫৫) এর অধীনে বিভিন্ন অপরাধ করা কয়েছে।

তাঁর মতে, শনাক্ত হওয়া অপরাধগুলির মধ্যে রয়েছে দেশে থাকার জন্য কোনও বৈধ পাস বা পারমিট না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘন করা।

অপস সাপু, অপস জাজা, অপস কুটিপ, অপস সেলেসা এবং অপস গেগারের মাধ্যমে অভিযান চালিয়ে, পাহাং ইমিগ্রেশন বিভাগ ১৬৩ জন বিদেশির কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্যে ১৩১ জনকে আটক করা হয়েছে।

বুধবার বিবৃতিতে পরিচালক বলেন, “আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে ৫৫ জন ইন্দোনেশিয়ান, ৪৮ জন বাংলাদেশি, ১৬ জন মায়ানমার, ১ জন মিশরীয়, ২ জন পাকিস্তানি, ১ জন চীনা এবং ৮ জন থাই নাগরিক রয়েছেন।

আটক অবৈধ অভিবাসীদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ (আইন ১৫০), ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ এর অধীনে আরও তদন্ত করা হবে বলে জানান পরিচালক।

তিনি আরও বলেন, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিদেশি এবং নিয়োগকর্তাদের সর্বদা বলবৎ আইন মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

যাদের কাছে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনও তথ্য আছে, তাদের এগিয়ে এসে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করেছে জেআইএম।

জেআইএম দেশের আইন লঙ্ঘনকারী কার্যকলাপের সুযোগ এবং সুযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেবে এবং জনগণ ও দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো দলের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেবে অভিবাসন বিভাগ।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button