মাহমুদউল্লাহর বিদায়ে যা বললেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণার পর তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তামিম ইকবাল।
মাহমুদউল্লাহকে শুভকামনা জানিয়ে তামিম লেখেন, ‘বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা। আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্মৃতিগুলো মনে পড়বে। দেশের ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা।’
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর পথচলা শুরু ২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। শেষটাও করলেন ওয়ানডে দিয়েই। এই সংস্করণের ক্রিকেটে সবমিলিয়ে খেলেছেন ২৩৯ ম্যাচ। ৫ হাজার ৬৮৯ রান করেছেন। এর মধ্যে ৩২ ফিফটির পাশাপাশি হাঁকিয়েছেন চার সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।
সোর্স: জুম বাংলা