বাংলাদেশ

দেশ আপনার বাপের না যে ফ্যাসিনার ভাষায় আমাদের যা তা বলবেন : হাবিবুর রহমান

জুমবাংলা ডেস্ক : যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে তৌহিদী জনতা বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির মুফতী হাবিবুর রহমান মিছবাহ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাবিবুর রহমান তার পোস্টে লিখেন, মাতৃভূমিতে জনগণের ভাগ চাই! ভাগ বোঝেন? অধিকার অধিকার! জনগণ বেচে খাওয়া রাজনীতিকদের বলছি— ৭১ এর পর থেকে তো জনগণেরটা খেয়েছেন, খেতে খেতে সোজা হয়ে হাঁটতেও পারছেন না! এবার জনগণের ভাগ জনগণকে বুঝিয়ে দিন! বাঁচার অধিকার, নারীর ইজ্জত, জন-নিরাপত্তা, মানবিক সকল সুবিধা নিশ্চিক করুন! নাহয় আর কখনও জনগণ জনগণ বলে চিল্লাবেন না! গলার রগ চেপে ধরবে জনতা। এবার জেগেছে জনতা, বুক উঁচিয়ে লড়াই করছে দেখেন না? চোখে চোখ রেখে কথা হবে।

তিনি লিখেন, ওহ! যে মহাশয় বলেছেন মাওলানাদের শরীকানা দেবেন না, শুনে রাখুন! দেশ আপনার বাপের না যে ফ্যাসিনার ভাষায় আমাদের যা তা বলবেন। মাওলানারা যাত্রাবাড়ি আছি, বিপদে পড়লে ডাইকেন! আমুনে!

যেসব কারণে রোজা ভেঙে ফেলা যাবে

হাবিবুর রহমান আরও লিখেন, ১৫ মার্চ ২০২৫ সকাল ১০টায় দেশদ্রোহী বামদের বিরুদ্ধে শাহবাগে কঠোর অবস্থান কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে তৌহিদী জনতা বদ্ধপরিকর। ইনকিলাব জিন্দাবাদ

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button