চ্যাম্পিয়ন্স লিগে লিলেকে হারিয়ে শেষ আটে বার্সার মুখোমুখি বরুশিয়া ডর্টমুন্ড

খেলাধুলা ডেস্ক : প্রথম লেগে ঘরের মাঠে ফরাসি ক্লাব লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ফিরতি পর্বের ম্যাচ খেলতে হবে লিলের মাঠে গিয়ে। স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে থাকার কথা বরুশিয়ার। ঘরের মাঠে এগিয়ে থাকার কথা লিলেরই।
ফিরতি লেগের ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিলো লিলেই। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে জ্বলে ওঠে বরুশিয়া। ২ গোল করে ম্যাচটা তারা জিতে নিয়েছে ১-২ গোলের ব্যবধানে। এই জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো জার্মান ক্লাব বরুশিয়া। যেখানে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার।
টানা দ্বিতীয় মৌসুম কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বরুশিয়া। যদিও গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলো তারা এবং হেরে গিয়েছিলো রিয়াল মাদ্রিদের কাছে। এবারও সে পথে রয়েছে। তবে, কোয়ার্টারে কঠিন বাড়া পাড়ি দিতে হবে তাদের। কারণ, সেখানে রয়েছে বার্সেলোনা। ১৯৯৭ সালে একবারই চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিলো তারা।
ঘরের মাঠে প্রায় ৪৮ হাজার দর্শকের সামনে ম্যাচের ৫ম মিনিটেই গোল করে বসেন জোনাথন ডেভিড। এগিয়ে যায় লিলে। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে বরুশিয়া গোলের প্রচুর খিদা নিয়ে। যার ধারাবাহিকতায় ম্যাচের ৫৪তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় জার্মান ক্লাবটি। স্পট কিক নিতে আসেন এমরি কান। তার নেয়া শট জড়িয়ে যায় লিলের জালে।
১১ মিনিট বিরতি দিয়ে আবারও গোল। ৬৫তম মিনিটে বরুশিয়াকে জয় এনে দেয়া গোলটি করেন ম্যাক্সিমিলিয়ান বিয়ের। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো তারা।
১০ ব্র্যাঞ্চ ম্যানেজার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, ২০ বছর হলেই আবেদন
লিলের জন্য দুঃখজনক বিদায় হলো। ইতিহাসে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ছিল তাদের। বিশেষ করে গ্রুপ পর্ব থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে নাম লেখানোর পর। আবার গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়েছে তারা।
সোর্স: জুম বাংলা