বাংলাদেশ

নেক ও সুসন্তান লাভে নবী-রাসুলদের দোয়া

ধর্ম ডেস্ক : সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। পবিত্র কোরআনে নবী-রাসুলদের সন্তান লাভের দোয়া বর্ণিত হয়েছে।

সুসন্তান চেয়ে মহান আল্লাহর কাছে ইবরাহিম (আ.)-এর দোয়াটি ছিল-
رَبِّ هَبۡ لِیۡ مِنَ الصّٰلِحِیۡنَ

উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সলিহিন।

অর্থ : হে আমার রব, আমাকে সৎসন্তানদের একজন দান করুন। (সুরা সাফফাত, আয়াত : ১০০)

জাকারিয়া (আ.) বৃদ্ধ বয়সে নেক সন্তানের জন্য দোয়া করেছেন। অন্য আয়াতে তাঁর দোয়াটি বর্ণিত হয়েছে।

ডায়াবেটিক রোগীদের যে ৩ সবজি এড়িয়ে যাওয়া গুরুত্বপূর্ণ

তা হলো-

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَ أَنْتَ خَيْرُ الْوَرِثِينَ

উচ্চারণ : রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন।

অর্থ: হে আমার রব, আমাকে একা ছেড়ে দেবেন না। আপনি সর্বোত্তম উত্তরাধিকারী। (সুরা আম্বিয়া, আয়াত : ৮৯)

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button