বাংলাদেশ

কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা নিচ্ছেন আসিফ, অভিযোগ তুললেন ইলিয়াস

কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা নিচ্ছেন আসিফ, অভিযোগ তুললেন ইলিয়াস

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।

আজ বুধবার রাত দু’টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি পোষ্টে ‘শতকোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে’ শীর্ষক স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেন, জাতীয় নাগরীক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, মহাখালী ডিওএইচ এস এর ৩১ নম্বর রোডের ৪৬৯ নম্বর বাসার তৃতীয় তলায় বসে স্থানীয় প্রশাসক নিয়োগের জন্য রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডে প্রশাসক নিয়োগের জন্য চলছে দৈনিক ইন্টারভিউ, এমন মন্তব্য করার পাশাপাশি তিনি আরো বলেন, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের অঘোষিত ক্যাশিয়ার আবু সাঈদ লিওন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও জাতীয় নাগরীক কমিটির অপর এক যুগ্ম সদস্য সচিব লুৎফর সহ একাধিক ছাত্রনেতা এই রমরমা বানিজ্যের সঙ্গে জড়িয়ে আছেন। এমনকি ইন্টারভিউ চলাকালিন সময়ে তাদের বৈঠকি অবস্থান সম্পর্কে জানাতে ইলিয়াস তার পোষ্টে লেখেন, দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুতফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি ৫০ লাখ।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button