বাংলাদেশ

‘হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’

‘হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে হাসনাত আব্দুল্লাহ’র এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে সর্বস্ত‌রের শিক্ষার্থীরা।

শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা পরিষদ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ শুরু হয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

এ সময় নাজমুল হাসান নাহিদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাজী সাফরিন জোহা, সিয়াম ইসলাম, মো: নাফিস, কাজী নাছির। এ সময় উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে আহত সিয়াম মজুমদার, আতিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত, সৌরভ হাসান, মো: ইফরান খাঁন, মো: আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, জালাল আহমেদ খাঁন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজেদুল রাশেদ রাফসান, মেহেদী হাসান তানজীম, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, মো: সবুজ, শরীফুল ইসলাম, নাসিফসহ দেবিদ্বারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’ ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরেসহ বিভিন্ন স্লোগান দেয় ছাত্র জনতা।

ছয়–সাত মাস হয়ে গেছে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলব, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিশিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে।

ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। প্রতিটি দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button