বাংলাদেশ

‘দ্রুত নির্বাচন না দিলে বিএনপিসহ দেশের জনগণ আন্দোলনে যাবে’

‘দ্রুত নির্বাচন না দিলে বিএনপিসহ দেশের জনগণ আন্দোলনে যাবে’

অন্তর্বর্তী সরকার যদি দ্রুত নির্বাচন না দেয় তাহলে দেশের আপামর জনসাধারণকে নিয়ে আবারও আন্দোলন সংগ্রাম বাধ্য হবে বিএনপি। শুধু বিএনপিই নয় দেশের জনগণও বাদ্য হবে বলে জানিয়েছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশিত সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক।

তিনি আরও বলেন,অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার তাগদা দিচ্ছে নির্বাচন অতি শীঘ্রই দেওয়ার জন্য তারা কথা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দেব কিন্তু আমার এদেশের মানুষ চাই এর আগেই নির্বাচন দেয়াড় জন্য। নির্বাচনের মাধ্যমেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।

শুক্রবার (২৮ মার্চ) উপজেলার বাদাঘাট বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনায় যুবদলের আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বলেন।

আনিসুল হক বলেন,ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের বিগত সতেরো বছর আমাদের নেতা কর্মীরা মামলা-হামলা,জোর-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশা নায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলাম আমাদের এ আন্দোলন এখনো অব্যাহত আছে আর থাকবে।

দোয়া ও ইফতার মাহফিলে বাদাঘাট ইউনিয়ন যুবদল সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে সাধারণ কামরুল ইসলাম ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেনের সঞ্চালন কুরআন তেলাওয়াত করেন যুবদল নেতা ইসলাম উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন,তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, সুনামগঞ্জ জেলা যুবদলের আর্থ বিষয়ক সম্পাদক এসএম মাহবুব মল্লিক,তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলম,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান,উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

পরে ইফতার পূর্ব মুহূর্তে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এ দেশের মানুষের শান্তি কামনা দোয়া করেন তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button