বাংলাদেশ

কুমিল্লায় ছাত্রদের উপর গুলিবর্ষনকারী ২ যুবক গ্রেফতার

কুমিল্লায় ছাত্রদের উপর গুলিবর্ষনকারী ২ যুবক গ্রেফতার

কুমিল্লা ব্যুরো।  ৪ আগস্ট কুমিল্লা মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণকারী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার বাসিন্দা  মাছুম বিল্লালের ছেলে সাইদুল বাশার ও ময়নামতি ফরিজপুর গ্রামের প্রয়াত সার্জেন্ট মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ।

কুমিল্লা সদর ক্যাম্পে রাত ১১ টায়  সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা যুবককদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের দুজনের বিরুদ্ধে দুটো করে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আগামীকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button