Uncategorized

‘গদিতে থাকার চেষ্টা করলে বিএনপি চুপ করে বসে থাকবে না’

‘গদিতে থাকার চেষ্টা করলে বিএনপি চুপ করে বসে থাকবে না’

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, লড়াই এখনো শেষ হয়নি। এখন নতুন লড়াই শুরু হয়েছে। কথায় কথায় বিএনপির দোষ। বিএনপি নাকি নির্বাচন নির্বাচন করে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল নয়। এটি এমন একটি দল যে দলের হাত ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আবারও সেই জুলুমবাজির চিন্তা শুরু হয়েছে। জনগণের সমর্থন ছাড়া গদিতে থাকার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না। এত বছর বিএনপির নেতাকে মামলা হামলাসহ নানানভাবে নির্যাতন করা হয়। তারপরও বিএনপি নেতারা দল ছাড়েনি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখনো নিশ্চিত করতে পারিনি। সুতরাং নেতাকর্মীদের বলছি লড়াইয়ের মাঠ কেউ ছাড়বেন না।

লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি মো. জামাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মুমিনুল হক মুমিন, বিএনপি নেতা ভিপি জহিরুল হক লিটন, সরাইল উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. নাসির মুন্সী প্রমুখ।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button