বাংলাদেশ

ফের ষড়যন্ত্রে মেতেছে বাংলা ট্রিবিউন

ডেস্ক রিপোর্টঃ ফের ষড়যন্ত্রে মেতেছে আওয়ামীলীগ নেতার পত্রিকা বাংলা ট্রিবিউন। স্বাধীনতার ৫৪ বছর পরেও এসেও আওয়ামীলীগের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশকে বিভক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই পত্রিকাটি। এর সাথে আছে একই গ্রুপের মালিকানাধীন ঢাকা ট্রিবিউন।

পত্রিকাটি ঘুরে দেখা যায় সর্বশেষ ৭ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করে।

‘দুর্বৃত্তপনা বন্ধে প্রশাসনকে সহযোগিতার’ বার্তা জামায়াতের শিরোনামের এই সংবাদে তারা লিখেছে,
একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশে কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ নয়। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে যারাই এ দেশে জন্মগ্রহণ করেছে,…
স্বাধীনতার ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা?

আওয়ামীলীগের বয়ানে মুক্তিযুদ্ধের বিরোধীকারী দল হলো জামায়াতে ইসলামী, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), নেজামে ইসলাম, মুসলিম লীগ (কনভেনশন), মুসলিম লীগ (কাউন্সিল) ও কৃষক শ্রমিক পার্টি।

যদি ধরে নেওয়া হয় পত্রিকাটির নীতিমালা হলো ‘মুক্তিযুদ্ধের বিরোধীকারী দল’গুলোর নামের আগে তারা ‘মুক্তিযুদ্ধের বিরোধীকারী দল’ শব্দগুচ্ছটি ব্যবহার করবে তাহলে সবদলগুলর ব্যাপারেই তারা সেটা লিখবে এটাই স্বাভাবিক। আমরা বাকী দলগুলোর ব্যাপারেও অনুসন্ধান করি পত্রিকাটিতে।

কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বাকী কোনো দলের সংবাদেই তারা ‘মুক্তিযুদ্ধের বিরোধীকারী দল’ শব্দগুচ্ছ ব্যবহার করেনি। করেছে শুধু মাত্র জামায়াতে ইসলামীর প্রতিটি নিউজে।

পত্রিকাটি কাদের অর্থায়নে পরিচালিত?

কাজী নাবিল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সর্বশেষ নির্বাচনের অবৈধ সংসদ সদস্য। তার নির্বাচনী আসন ছিল যশোর-৩। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। তিনি জেমকন গ্রুপের চেয়ারম্যান। বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পোর্টাল দুটির মালিক এই জেমকন গ্রুপ। এইদুটোর প্রকাশক কাজী আনিস আহমেদ হলেন কাজী নাবিল আহমেদের ভাই।

বাংলাদেশের স্বৈরাচারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় স্টেকহোল্ডারদের ভেতর অন্যতম ছিল এই মিডীয়াগুলো। আন্দোলনকে ‘বিএনপি-জামায়াত’ লেবেল দিয়ে নির্যাতানকে জাস্টিফাই করার ক্ষেত্রেই এই পত্রিকাগুলো ভূমিকা রেখেছিল। যেটা সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রউপদেষ্টাও বলেছেন। তিনি মিডিয়া মালিক ও প্রকাশকদের হুশিয়ারি করে দিয়েছেন চাটুকারিতার ব্যাপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button