বাংলাদেশমালয়েশিয়া

স্মৃতিশক্তি হারানো প্রবাসী বাংলাদেশিকে শনাক্ত করতে হাইকমিশনের আবেদন

প্রবাস কণ্ঠ: মালয়েশিয়ায় একজন স্মৃতিশক্তি হারানো প্রবাসী বাংলাদেশিকে শনাক্ত করতে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। বুধবার হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুমানিক ৬০ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক স্ট্রোক করার পর তার স্মৃতিশক্তি হারিয়ে জোহর হাসপাতাল তানকায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ২০২৩ সালের নভেম্বরে জহুরবারুর কোনো এক স্থানে স্ট্রোক করে পড়ে থাকা অবস্থায় তাকে কে বা কারা জহুরবারু হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতাল তানকায় স্থানান্তর করে। বর্তমানে তার স্মৃতিশক্তি নেই, তিনি কোনো কিছু লিখতে বা ভাব প্রকাশ করতে পারছেন না।

সম্প্রতি বিষয়টি হাইকমিশনার মো. শামীম আহসানের নজরে এলে তিনি হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে তার সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। চিকিৎসাধীন ব্যক্তির স্মৃতিশক্তি না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার নাম, ঠিকানা, পাসপোর্ট, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা কোনো তথ্যই নেই। তাই হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে শনাক্তের জন্য বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ হাইকমিশন সম্ভাব্য সব উপায়ে তাকে শনাক্তের চেষ্টা করে কোনো তথ্য উদঘাটন করতে না পারায় মালয়েশিয়ায় বসবাসরত সব নাগরিকের কাছে অনুরোধ জানিয়েছে।

যদি কোনো প্রবাসী তার ছবি দেখে কোনো তথ্য প্রদান বা শনাক্ত করতে পারেন তাহলে তা বাংলাদেশ হাইকমিশনে সরাসরি বা ই-মেইল:consular.kualalampur@gmail.com-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button