প্রবাসমালয়েশিয়া

থাই সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ, ৮ মাসে ৫১ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট:
থাইল্যান্ড সীমান্ত দিয়ে অবৈধ ভাবে মালয়েশিয়ায় প্রবেশের দায়ে ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) টেংগারা ব্রিগেড। সোমবার (১৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার দি সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ‘অপ টারিং ওয়াওয়সান’ নামে কেলান্তান রাজ্যের কোটাভারু সীমান্তে পরিচালিত অভিযানে (৮ মাসে) ৫১ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২৯৬ জন অভিবাসীকে আটক করা হয়।

জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) টেংগারা ব্রিগেডের কমান্ডার দাতুক নিক রোজ আজহান নিক আব হামিদ সোমবার এক বিবৃতিতে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২২৬ জন পুরুষ এবং বাকিরা নারী। যাদের বয়স ১৭ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মালয়েশিয়া-থাই সীমান্তের কাছে সুঙ্গাই গোলক বরাবর একটি অবৈধ এন্ট্রি পয়েন্ট দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার পরে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে, মিয়ানমারের ২০১ , বাংলাদেশের ৫১ , থাইল্যান্ডের ২৪, ভারতের ৮, রোহিঙ্গা ৫, ইন্দোনেশিয়ার ৪ এবং পাকিস্তানের ৩ জন নাগরিক রয়েছে। নিক রোজ আজহান বলেন,  অবৈধ অভিবাসীরা যারা দেশে প্রবেশ করে তাদের সাধারণত সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয়। তারা তাদের মালয়েশিয়ার পশ্চিম উপকূল সহ বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য পরিবহণ সরবরাহ করে।

“একই সময়কালে, আমরা দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ ও ভ্রমণ পরিচালনার জন্য সন্দেহভাজন ২১ ‘টেকং দারাত‘ (গ্রাউন্ড কোঅর্ডিনেটর) পাচারকারীকে আটক করা হয়েছে। “এর মধ্যে ১৭ জন স্থানীয়, তিনজন মিয়ানমারের এবং একজন থাইল্যান্ডের নাগরিক রয়েছে।

আজহান বলেন, জিওএফ আটটি প্রধান অবৈধ ঘাঁটি চিহ্নিত করেছে যা প্রায়শই সিন্ডিকেট দ্বারা দেশে অবৈধ অভিবাসীদের পাচার করার জন্য ব্যবহৃত হয়। এই অবৈধ ঘাঁটিগুলি, পাসির মাস এবং টুম্পাতে অবস্থিত, যার মধ্যে রয়েছে গেরগাজি, তানজুং, জেরাম পারদাহ ১, জেরাম ২, জেরাম ৩, লুবুক গং এবং টোক আওয়াং বেলুলাং। “সাধারণত, অবৈধ অভিবাসীরা শনাক্ত এড়াতে রাতে বা ভোরে নৌকায় করে দেশে প্রবেশ করে।

মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে, জিওএফ কর্মীদের ক্রমাগত টহল এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলেও জানান কমান্ডার নিক রোজ আজহান।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button