বাংলাদেশ

প্রতিমা ভাঙচুরের ঘটনায় ‘যুবলীগকর্মী’ গ্রেপ্তার

পাবনার সুজানগরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় বাচ্চু আলমগীর ওরফে ‘আগুন বাচ্চু’ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি যুবলীগ কর্মী।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার লোকমান প্রামাণিকের ছেলে বাচ্চু। তিনি যুবলীগকর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার ছোট ভাই রেদোয়ান নয়ন সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

পুলিশ জানায়, গত ১ অক্টোবর রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর তিনদিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৭ অক্টোবর) বিকাল ৫টায় পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. মোরতোজা আলী। একই দিন দুপুরে বাচ্চুকে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

শনিবার বিকালে রাজবাড়ী জেলা থেকে বাচ্চুকে আটক করা হয়। আটককৃত আগুন বাচ্চু সুজানগর পৌর এলাকার মসজিদপাড়ার মো. লোকমান হোসেনের ছেলে।

পুলিশ সুপার জানান, গত ১ অক্টোবর রাতে পাবনার সুজানগর উপজেলার পালপাড়া ও ঋষিপাড়া মন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে নির্মিত ৬টি প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই দিনই পালপাড়া মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তথ্য অনুসন্ধান করে বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু নামের এক ব্যক্তিকে সন্দেহ করে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী থেকে তাকে আটক করে।

পুলিশ সুপার জানান, বাচ্চু সোমবার দুপুরে পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তার কোনো প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

বাচ্চুর উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার আরও জানান, বাচ্চুর ছোট ভাই একসময় সুজানগর কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ধর্মীয় গোড়ামি ও ভ্রান্ত ধারণা থেকে প্রতিমা ভাঙচুর করেন বলে পুলিশকে জানিয়েছেন।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button