বাংলাদেশ

ইস’রাইলে পাল্টা হা’মলা চালাবে ই’রান

দখলদার ইসরাইলে আবারও প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের সাথে সম্পর্কযুক্ত একটি সূত্র ইরানের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। তবে কবে নাগাদ এ হামলা হবে তা স্পষ্ট করেনি সূত্রটি।

সূত্রটি তাসনিম নিউজকে বলেছে, ইসরাইলের যেকোনো আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে ইরান। ফলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের উপযুক্ত জবাব পাবে ইসরাইল।

তেহরান বলছে, দেশকে রক্ষার ব্যাপারে ইরানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সে অধিকার ইরানের আছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদও এই অধিকারের স্বীকৃতি দিয়েছে।

এদিকে, দখলদার ইসরাইলের আগ্রাসন ব্যর্থ করে দেয়ার জন্য ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক প্রশংসা করেছেন।

তিনি বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী যে ভূমিকা পালন করেছে তাতে ইরানের জাতীয় অহংকার সমুন্নত রয়েছে।

ইরানের জনগণ তাদের দেশের প্রতিরক্ষা শক্তি এবং আস্থার জন্য গর্বিত উল্লেখ করে মোহাজেরানি বলেন, ইরান হচ্ছে একটি শক্তিশালী দেশ এবং ইসরাইলের অপতৎপরতা ইরানের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না।

তেহরানভিত্তিক পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলি আগ্রাসনের পর ইরানের জনজীবন স্বাভাবিক রয়েছে।

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

এ গণহত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্ব জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান-ইসরাইল।

সবশেষ ১ অক্টোবর দখলদার ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুইশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরমধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হানলেও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য গোপন রেখেছে নেতানিয়াহু প্রশাসন। ওই হামলার পর থেকেই ইরানে পাল্টা হামলা চালানোর পাঁয়তারা করছিলো ইসরাইল।

সবশেষ শুক্রবার রাতে ইরানে হামলা চালায় ইসরাইল। হামলায় দফুই ইরানি সেনা নিহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইরানের।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button