বাংলাদেশ

বাংলাদেশের রেকর্ড সংখ্যক পুলিশের ভারতে যাওয়ার আবেদন!

বাংলাদেশের রেকর্ড সংখ্যক পুলিশের ভারতে যাওয়ার আবেদন!

পরিবর্তনের বাংলাদেশে হঠাৎ ভারতে যাওয়ার হিড়িক পড়েছে বাংলাদেশ পুলিশ সদস্যদের মধ্যে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর মাত্র তিন দিনেই ৫৫ পুলিস সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে। এ ধরনের আরও প্রায় ১০০ জনের বিষয়ে আবেদন জমা পড়েছে। এতো পুলিশ সদস্যের ভারতে যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ।

ভারতে যাওয়ার অনুমতি পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে পরিদর্শক থেকে শুরু করে সার্জেন্ট, এসআই, এএসআই ও কনস্টেবলও রয়েছেন। তাঁদের সবাই যাচ্ছেন নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে। এ জন্য তাঁদের দুই মাস থেকে শুরু করে সর্বনিম্ন ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশের এত সংখ্যক পুলিশ সদস্য একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হঠাৎ চিকিৎসার জন্য এতো পুলিস সদস্যের ভারতে যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ।

জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মহম্মদ ময়নুল ইসলাম বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যেতে যাঁদের অনুমতি দেওয়া হয়েছে, তা যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। তারপরও বিষয়টি আমরা “রি-চেক” করব। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা আবারও খতিয়ে দেখব।’

সূত্র: ইনকিলাব

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button