বাংলাদেশ

র*ণক্ষে*ত্র মিরপুর, দুইজন গু*লিবি*দ্ধ

রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে গার্মেন্টসকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- সেন্টেক্স ফ্যাশন লিমিটেড এর সুইং অপারেটর আলআমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)।

সেনটেক্স ফ্যাশন নামে কারখানাটির কর্মচারীরা জানান, একই এলাকার মৌসুমী গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে সেটির কর্মচারীরা কারখানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়। তখন সবাই একসঙ্গে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এতে আইনশৃঙ্খলাবাহিনী গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ আহত আলামিনের সহকর্মী মো. কবির হোসেন জানান, আলামিনের বাড়ি খুলনায়। বর্তমানে মিরপুর-১৪, বিআরপি এলাকায় থাকে। সকালে তাদের কারখানা ছুটি ঘোষণা করলে সে বাসায় যাচ্ছিলো। তখন তার পিঠে গুলি লাগে।

আহত ঝুমার বড় বোন মর্জিনা বেগম জানান, সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করে ঝুমা। তার ডান পায়ে গুলি লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

The post র*ণক্ষে*ত্র মিরপুর, দুইজন গু*লিবি*দ্ধ appeared first on Update News.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button