বাংলাদেশ

আ.লীগ ব্ল্যাকমেইল করে আমাদের নির্বাচনে এনেছিল: জি এম কাদের

আ.লীগ ব্ল্যাকমেইল করে আমাদের নির্বাচনে এনেছিল: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ব্ল্যাকমেইল করে আমাদের নির্বাচনে আনা হয়েছিল। আওয়ামী লীগের আমলে আমরা যেসব নির্বাচনে অংশ নেই, সেগুলো স্বতঃস্ফূর্ত ছিল না। শেখ হাসিনা গায়ের জোরে আমাদের নির্বাচনে এনেছিল।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ সংবাদ সম্মেলনে ডাকা হয়।

জিএম কাদের বলেন, ‘আমরা আগামীকাল (২ নভেম্বর) একটি সমাবেশের আয়োজন করেছিলাম, সেই আয়োজনকে ঘিরে গতকাল রাতে ছাত্রজনতার ব্যানারে ছাত্র অধিকার পরিষদের একজন নেতা বেনিয়ামিন মোল্লার নেতৃত্বে একটি দল জাতীয় পার্টি অফিসে ভাঙচুর করেছে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা জানতে পারি, পরে নাগরিক কমিটির ব্যানারে মনির, ইসমাইল, আনোয়ারের নেতৃত্বে আরেকটি দল আমাদের পার্টি হয়েছে হামলা করে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। আমরা মহাসমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে বৈধভাবে অনুমতি নিয়ে আমরা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। একটি কুচক্রী মহল আগামীকালের যে মহাসমাবেশ নির্ধারিত ছিল সেটাকে নস্যাৎ করতে তারা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। জাতীয় পার্টি জীবন দিয়ে হলেও সেই সমাবেশ করবে।’

তিনি বলেন, ‘আমাদের আওয়ামী লীগের দোসর বলা হয়, আমি বিষয়টা একটু পরিষ্কার করতে চাই, আমি যখন আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী ছিলাম, আমাকে দেশ ও জনগণের বিরুদ্ধে যে সব কাজ করতে বলা হয়েছে, আমি সেসব করিনি, বলেছি, প্রয়োজনে পদত্যাগ করব। আপনারা অনেকে সেসব জানেন। আমরা আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি সমালোচনা, তাদের দুর্নীতি নিয়ে কথা বলেছি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে কথা বলেছি। তাহলে আমরা কী করে দোসর!’

জিএম কাদের বলেন, ‘ছোট একটা অংশ সব সময় জাতীয় পার্টির বিরোধিতা করেছে, তারা জাতীয় পার্টিকে ছোট করার চেষ্টা করেছে। কিন্তু জাতীয় পার্টি রাজনৈতিক দল। আমার দলের নেতারা, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভাঙচুর অগ্নিসংযোগের সঙ্গে জড়িত নয় নয়, আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করি।’

এ সময় জিএম কাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের মৌনতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আপনি বলেন, আমরা যাকে অভিভাবক (ড. মুহাম্মদ ইউনূস) মনে করি, তাঁর অফিস থেকে আমাদের দোসর বলা হচ্ছে, তিনি কোনো প্রতিবাদ করেননি, তিনি কিছু বলেননি। এর মানে এতে তাঁর মৌন সম্মতি ও সমর্থন আছে। আমরা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছি।’

এ সময় নিরপরাধ মানুষের ওপর বর্তমান সরকারের হামলা মামলার সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এখন শাসক গোষ্ঠী ঠিক করে দেবেন কে দোষী কে নির্দোষ, এটা অন্যায়। আমি বিচার বিভাগকে অনুরোধ করব, আপনারা আমাদের শেষ আশ্রয়স্থল, সব শেষ হয়ে গেলে আপনাদের কাছে যাব, আপনারা আমাদের হতাশ কইরেন না।’

বিগত ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ থেকে নির্বাচনে অংশগ্রহণের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় পার্টির নেতা। তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে ১৬ বছর নয়, ১০ বছর ছিলাম। ২০০৮ সালের নির্বাচন একটা সর্বজন স্বীকৃত নির্বাচন। ২০০১ সালে বিএনপি যে নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল, সেটিও একটি গ্রহণযোগ্য নির্বাচন। এর পরবর্তীতে আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিতে ষড়যন্ত্র করে একটি বি টিম তৈরি করেছে। তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছে। আমাদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে নির্বাচন করতে বাধ্য করেছে। ২০২৪–এর নির্বাচনে বিএনপি বাদে সবগুলো দল অংশগ্রহণ করেছে। তাহলে কী করে জাতীয় পার্টি এককভাবে আওয়ামী লীগের দোসর হয়?’

জিএম কাদের বলেন, ‘সংবিধানের ৩৭ এবং ৩৮ এ দুটি ধারায় রাজনৈতিক দল হিসেবে ও এ দেশের নাগরিক হিসেবে সব ধরনের সভা সমাবেশ করার পূর্ণ অধিকার রয়েছে জাতীয় পার্টির। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির রেজাউল করিম ভূঁইয়া, দলটির, অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button