বাংলাদেশ

ফের বন্ধ বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা

বরিশালের বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সদর রোড এলাকার বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে নগরীর সদর রোড এলাকায় বিদ্যুতের খুঁটিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা বিদ্যুতের কয়েক লক্ষ টাকার তার ও ইন্টারনেট সংযোগের তার পুড়ে যায়।

আগুনে তার পুড়ে যাওয়ায় বন্ধ রয়েছে সদর রোড, গির্জা মহল্লা, প্যারারা রোড এলাকার বিদ্যুৎ সংযোগ। বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা ও বিভিন্ন ব্যাংকের বুথের টাকা উত্তোলন সেবাও। ওই এলাকাগুলোতে প্রায় পাঁচ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ও ৩২টি ইন্টারনেট কম্পানির প্রায় ১০ হাজার সংযোগ ছিল। তা বর্তমানে বন্ধ রয়েছে।

তবে খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল হবে বলে জানিয়েছে ওজোপাডিকো কর্মকর্তারা।

ওজোপাডিকো বরিশাল-২ এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ইন্টারনেটের সংযোগ তারগুলো থেকেই শর্ট সার্কিট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের ৫০০০ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে। আজকের দিনের মধ্যেই সংযোগ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button