বাংলাদেশ

‘ভয়ংকর’ হয়ে উঠছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, যৌথ বাহিনীর অভিযান

রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বেপরোয়া যান চলাচল এবং বাইকারদের গতির প্রতিযোগিতায় অতিষ্ঠ সড়কটিতে নিয়মিত যাতায়াতকারীরা। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে সড়কটি। ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। ঝরছে প্রাণও।

তবে এবার গাড়ির বেপরোয়া গতি আর বাইকারদের উচ্ছৃঙ্খল আচরণ নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে সেনাবাহিনী এবং ট্র্যাফিক পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ৩০০ ফিটে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এবং ট্র্যাফিক পুলিশ। উত্তরা আর্মি ক্যাম্পের প্রায় ৬০ জন সেনা সদস্য এবং ডিএমপির প্রায় ১২ জন সদস্য এই অভিযানে অংশ নেন।

যৌথ অভিযানের সময় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালান সেনাবাহিনীর সদস্যরা। লাইসেন্স কিংবা হেলমেট বিহীন যাত্রীদের করা হয় জরিমানাও।

অভিযান থেকে বাদ যায়নি পুলিশ কিংবা গণমাধ্যম, ভিআইপি কিংবা দামি ব্র্যান্ডের কোনো গাড়িই। গণমাধ্যমের ভুয়া লোগো বহন করা গাড়িকে করা হয় জরিমানা।

সেনাবাহিনী বলছে, জরিমানা নয় সচেতনতাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। এই মহাসড়কটিতে আর যেন কোনো প্রাণ না ঝরে, সে লক্ষ্যে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আশিক বলেন, সড়কপথে বিভিন্ন মাদক পাচার, গাড়ির ফিটনেস এবং অন্যান্য বৈধ লাইসেন্স থাকার কথা সেগুলো ছাড়া যারা চলাচল করছে তাদের সতর্ক করা। এ অভিযান নিয়মিত চলবে। আশা করি এর মাধ্যমে সবার কাছে একটা ভালো বার্তা পৌঁছাবে এবং স্বস্তি ফিরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button