বাংলাদেশ

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নেওয়া হলো ছাদখোলা বাসে

তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কোরআন হিফজ প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। বিমানবন্দরে নামার পর তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অন্য আলেমরা। বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছেন হাফেজ মুয়াজ মাহমুদ।

বিশ্বজয়ী হাফেজ মাহমুদকে সংবর্ধনা জানাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়। ওই বাসে করে তাকে তার মাদরাসায় নেওয়া হয়।

বুধবার স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার নেন।

হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী।

গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কা নগরের পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি।

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তুরস্কের আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button