বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সর্বজনীন পেনশনের নতুন একটি স্কিম। আপাতত এটির নাম রাখা হয়েছে ‘সেবক’। আর ‘প্রত্যয়’ নামে আরেকটি স্কিম চালু হচ্ছে আগামী ১ জুলাই থেকে। ‘প্রত্যয়’ চালু করার যাবতীয় প্রস্তুতি শেষ হলেও ‘সেবক’ চালুর কাজ শুরু হয়নি এখনো। এটি চালু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন বাজেট বক্তব্যে সরকারি চাকরিতে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের সর্বজনীন পেনশন কর্মসূচির আওতাভুক্ত করার ঘোষণা দেন।

আগামী ১ জুলাই থেকে চালু হতে যাওয়া ‘প্রত্যয়’ স্কিমে বাধ্যতামূলকভাবে যুক্ত হবেন রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা সমজাতীয় প্রতিষ্ঠানগুলোতে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ ব্যাংকসহ সব রাষ্ট্রমালিকানাধীন ও সরকারি ব্যাংক, দুর্নীতি দমন কমিশনসহ সব কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারী প্রত্যয়ের আওতাভুক্ত হবেন।

প্রগতি, সমতা, প্রবাস ও সুরক্ষা—এই চার কর্মসূচি নিয়ে সর্বজনীন পেনশন চালু হয় গত বছরের ১৭ আগস্ট। ঈদের আগ পর্যন্ত এসব কর্মসূচির আওতায় নিবন্ধিত গ্রাহকের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button