কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিল্লাল’কে মুক্তির দাবি
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিল্লাল’কে মুক্তির দাবি
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বিল্লাল আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউটের গেইটে এ কর্মসূচি হয়।
অবস্থান কর্মসূচিতে ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অষ্টম পর্বের শিক্ষার্থী রাসফিকুল ইসলাম বলেন, মেকানিক্যাল ডিপার্টমেন্টের অষ্টম বর্ষের বিল্লালকে মিথ্যা মামলা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কলেজ প্রশাসন চাইলে সমাধান করতে পারত এমন সুযোগ থাকার পর ও কেনো বিল্লালকে মামলা দেওয়া হয়েছে।
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অষ্টম পর্বের ছাত্র হাসিবুল হাসান জিহাদ বলেন, বিল্লালকে অতি দ্রুত মুক্তি দিতে হবে। বিল্লালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিল্লালের ভুল থাকলে কলেজ প্রশাসন তার সমাধান না দিয়ে মিথ্যা মামলা করলো কেন?
ফয়সাল আহমেদ বলেন বিল্লালকে, কারা মুক্তির পর বিল্লালের মামলার পেছনে কে বা কারা আছে তাদের সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।
সূত্র: dailycomillanews