বাংলাদেশ

সাক্ষী হলো এক বিরল ঘটনার, তুষারে ঢেকে গেল সৌদির মরুভূমি!

সাক্ষী হলো এক বিরল ঘটনার, তুষারে ঢেকে গেল সৌদির মরুভূমি!

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রিয়াদের আফিফ মরুভূমি সাক্ষী হলো এক বিরল ঘটনার। গরমপ্রধান দেশ সৌদির মরুভূমিতে বৃষ্টির পর এবার তুষার পড়তে দেখা গেছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, কয়েক বছর ধরেই সৌদি আরবের আবহাওয়া অন্যরকম আচরণ করছে। দেশটির উত্তরাঞ্চলীয় আল-জাউফের মরুভূমি গত শুক্রবার পরিণত হয় ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’। সেখানকার মাটিতে বিছানো ছিল তুষার, যা দেখলে মনে হবে ইউরোপের কোনো দেশ। এর আগে ওই এলাকা ও আশপাশে কয়েকদিন বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে। এই এলাকায় এতদিন বেশির ভাগ সময় বসন্ত দেখা গেছে। এখন শীতের আবহাওয়া বিরাজ করছে।

গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল জাউফে ভারী বৃষ্টি হয়। ওই সময় চারপাশ ভরে যায় পানিতে। এতেই এই অবস্থার সৃষ্টি হয়।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এই দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দী করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন ভিডিও। তাতে দেখা যায়, রাস্তা ও এর পাশে তুষার পড়ে আছে।

মুহূর্তেই এই ভিডিও ছড়িয়ে পড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। সৌদি আরব সাধারণত গরমপ্রধান দেশ। তবে ইদানিং বৃষ্টি বেড়েছে। মরুভূমিতে দেখা যাচ্ছে সবুজ ঘাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে সৌদি আরবের রিয়াদ শহরের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে বৃষ্টি হয়। বৃষ্টির পর আফিফ মরুভূমি সাক্ষী হয় বিরল এক ঘটনার। মরুভূমিতে পড়তে থাকে তুষার। দেখে মনে হচ্ছিল মরুভূমির বালুতে বিছানো আছে সাদা কম্বল।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button