বাংলাদেশ

হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার, ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা

হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার, ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের ডাইনিংয়ের খাবার নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। নিম্নমানের সেই খাবার ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) দুপুরে হলের খাবার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। এই বিষয়ে ডাইনিংয়ের ম্যানেজার মান্নানের সঙ্গে কথা বলতে গেলে তিনি ও তার কর্মচারীদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ ওঠে।

রাতে পুনরায় ডাইনিংয়ের খাবারে শামুক, শাকের বদলে শুধু পানি পাওয়ায় শিক্ষার্থীরা ওই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন। এরপর কিছু সময়ের জন্য তারা ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেন।

এ বিষয়ে শাহ আমানত হলের শিক্ষার্থী জাহিদ সজল জানান, দুপুরের খাবারেও শাক ভালো করে সেদ্ধ করা হয়নি। তরকারির আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলছে।

পরবর্তীতে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ বিষয়ের সুরাহা হয়। হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা এই আলোচনা সভা করেন।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button