বাংলাদেশ

‘পবিত্র’ ভেবে মন্দিরের এসির পানি খাচ্ছে ভক্তরা!

‘পবিত্র’ ভেবে মন্দিরের এসির পানি খাচ্ছে ভক্তরা!

পবিত্র ‘চরণামৃত’ ভেবে এসির পানি খাচ্ছে মন্দিরে আসা ভক্তরা। আলোচিত এ ঘটনা ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরের। প্রতিদিন লাখো ভক্তের সমাগম হয় সেখানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি বাঁকে বিহারি মন্দিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, হাতির শুঁড়ের মতো দেখতে একটি পাইপ থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে। সেখানেই গ্লাস হাতে ভিড় করছে ভক্তরা। এরপর একে একে ওই পানি পান করছেন সবাই।

মন্দিরে পানি পানের ওই ভিডিও ক্যামেরাবন্দী করেছেন উপস্থিত এক ব্যক্তি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের অনেকে গ্লাসে করে ওই পানি খাচ্ছে, কেউ আবার মাথায় দিচ্ছেন।

ভিডিওটি ধারণকারী ব্যক্তি জানান, ওই পানি ‘ভগবানের চরণামৃত’ নয় বরং এসি থেকে নির্গত পানি। ভক্তদের সতর্ক করার উদ্দেশে তিনি এটি বলেনও। ভিডিওটি এক্সে পোস্ট করে ওই ব্যক্তি ক্যাপশনে লিখেছেন, ‘মানুষের অবিলম্বে পুরোপুরি শিক্ষিত হওয়া প্রয়োজন। মন্দিরে গিয়ে এসি থেকে বের হওয়া পানি পান করছেন। ভেবেই নিচ্ছেন এটি চরণামৃত।’

ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এক্সে এটি ৪৩ লাখের বেশি বার দেখা হয়েছে। লাইক দিয়েছে ২০ হাজারের বেশি ব্যবহারকারী। এ ছাড়া অনেকে অনেক রকম কথা মন্তব্য করেছেন। মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে আবার প্রশ্ন তুলেছেন ভক্তদের অন্ধ বিশ্বাস আর বিজ্ঞানের অজ্ঞতা নিয়ে।

একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এ নিয়ে রীতিমতো উদ্বেগ জানিয়েছেন। এসি থেকে নির্গত পানিতে ফাঙ্গাসসহ একাধিক ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। ফলে এই পানি খেয়ে বিভিন্ন রোগ হতে পারে বলে জানান তিনি।

বাঁকে বিহারি মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকা এক তত্ত্বাবধায়ক জানান, কিছু মানুষ এসির পানিকে ‘চরণামৃত’ বলে গুজব ছড়িয়েছে। এরপর সবাই সেখান থেকে পানি খাওয়া শুরু করেন। এই পানি কোনোভাবেই ‘চরণামৃত’ না।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button