বাংলাদেশ

ট্রাম্পের জয়ে পুতিনের নতুন বার্তা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই স্বাভাবিকভাবেই সবার চোখ থাকে যুক্তরাষ্ট্রের চির বৈরী চীন, রাশিয়া, ইরানকে কী বলছে এ নিয়ে। বিশেষ করে পুতিনের অবস্থান কী? আপাতত ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন। এমন খবরই চাওর হয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে। তবে সরাসরি পুতিন কথা না বললেও মুখ খুলেছেন কিরিল দিমিত্রিয়েভ নামের রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তা।

বুধবার (০৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণার পর এই মন্তব্য করেছেন তিনি।

বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তলানিতে ঠেকেছে মস্কোর। বিশেষজ্ঞরা মনে করছেন ইউরোপের এই সংকট রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

এর আগে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মস্কোর সাথে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। পুনঃস্থাপনের প্রস্তাব সত্ত্বেও সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কে আরও অবনিত ঘটে। ট্রাম্পের হাত ধরে সেই পরিস্থিতি অবসান ঘটবে বলে মনে করছেন কেউ কেউ। তবে শঙ্কা রয়েছে পররাষ্ট্রনীতিতে খুব বেশি পাল্টাবে না ওয়াশিংটন।

ট্রাম্পকে নিয়ে চীন বলছে, এবার তারা যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আর ইরান বলছে, যুক্তরাষ্ট্রে কে এল-গেল তা নিয়ে কোন মাথাব্যাথা নেই ইরানের। বরং তারা প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পের আগ্রাসন ঠেকাতে। কারণে ইরানের সবচেয়ে বড় শক্তি কাশেম সোলাইমানীকে শেষ করে দেন এই ট্রাম্পই।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button