বাংলাদেশ

গ্রিসে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

গ্রিসে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

গ্রিসের মানলোদা-পাতরা সড়কে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল মিয়া (৩১) নামে এক বাংলাদেশি।

গত ৪ নভেম্বর এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় চেহারা বিকৃত হওয়ায় এতদিন পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পড়ে ছিল। তবে বুধবার (১৩ নভেম্বর) মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

নিহত জুয়েল মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলগী গ্রামের সুরুজ মিয়া ছেলে। তার দুই কন্যা সন্তান রয়েছে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে গ্রিসে বসবাস করছেন।

এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর বিশ্বজিৎ কুমার পাল জানান, দুর্ঘটনায় জুয়েল মিয়ার চেহারা বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকেও মরদেহ পাঠাতে আবেদন করা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষ হলে যত দ্রুত সম্ভব মরদেহ বাংলাদেশ পাঠানো হবে।

এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম বলেন, নিহতের মরদেহে দেশে পাঠাতে আমরা কমিউনিটির পক্ষ থেকে এনওসি ও আবেদন পাঠিয়েছি। দুর্ঘটনায় নিহতের চেহারা বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করতে সময় লেগেছে। আশা করছি আইনি প্রক্রিয়া শেষ হলে খুব দ্রুত মরদেহটি দেশে যাবে।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button