বাংলাদেশ

হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি বিএনপি নেতা

হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি বিএনপি নেতা

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে চাঁদপুরের বিএনপি নেতা জাহাঙ্গীর আলম অপুকে। ১৩ অক্টোবর করা ওই মামলার ৪০ নম্বর আসামি তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আসামি হিসাবে মোট ১২৭ জনের নাম উল্লেখ করা হয়। জাহাঙ্গীরকে আসামি করায় বিস্ময় প্রকাশ করেছে চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি।

চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুছ স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্রে বলা হয়, আসামি জাহাঙ্গীর ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের ৯০ দশকের ছাত্রদল নেতা ছিলেন।

তিনি সৌদি আরব পূর্বাঞ্চল দাম্মাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাবা মকবুল আহমেদ ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শরীফ বলেন, জাহাঙ্গীরের অবস্থান ছিল বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের পক্ষে। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় আসামি করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।

মামলার বাদী মনিরুজ্জামান বলেন, আমি আসামি জাহাঙ্গীরকে চিনি না। কেবল জাহাঙ্গীরই নয়; এ মামলায় আরও কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আছেন-৩৯ নম্বর আসামি কামাল হোসেন, ৪৩ নম্বর আসামি আব্দুল হালিম ওরফে লম্বা হালিম এবং ৪৪ নম্বর আসামি আলাল উদ্দিন উল্লেখযোগ্য।

মামলায় তাদের আসামি করার বিষয়টি অবগত নয়। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পূর্বশত্র“তার জেরে মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করেছে, তা আমি বলতে পারব না।

বিএনপি নেতা জাহাঙ্গীর জানান, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে আমাকে মামলায় জড়ানো হয়েছে। যারা এটি করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলাটি নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button