বাংলাদেশ

নবীজির নির্মিত প্রথম মসজিদে এ বছর প্রায় ২ কোটি মুসল্লির নামাজ আদায়

নবীজির নির্মিত প্রথম মসজিদে এ বছর প্রায় ২ কোটি মুসল্লির নামাজ আদায়

ইসলাম ধর্ম প্রবর্তনের পর তৈরি করা প্রথম মসজিদ ‘মসজিদে কুবায়’ এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২ কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন। মসজিদ কর্তৃপক্ষের বরাতে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মক্কা থেকে মদিনায় হিজরতের পর সপ্তম শতকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) মসজিদটি তৈরি করেছিলেন। নবীর হাতে গড়া ইসলাম ধর্মের প্রথম মসজিদটিতে নামাজ আদায় করতে প্রতিদিন মদিনায় ছুটে যান হাজার হাজার মুসল্লি।

বর্তমানে মসজিদ ও এটির আশপাশের পরিধি বাড়াতে সংস্কার কাজ চালানো হচ্ছে। ২০২২ সালে এই কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর এখানে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সৌদির বার্তাসংস্থা এসপিএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মসজিদটির পরিধি যতটা রয়েছে সংস্কার শেষে এটি ১০ গুণ বৃদ্ধি পাবে।

বর্তমানে মসজিদটিতে বিছানো আছে ৮ হাজার স্কয়ার মিটার নতুন কার্পেট। এছাড়া এখানে ৯৮ হাজার লিটার জমজমের পানি মজুদ রাখার ব্যবস্থাও আছে।

পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে বেশিরভাগ মুসল্লি মদিনায় যান। সেখানে মসজিদে নববী ছাড়াও মসজিদে কুবায় নামাজ আদায় করতে যান তারা।

সূত্র: গালফ নিউজ

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button