বাংলাদেশ

গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. সজীব হোসেন ও দিদারুল আলম। দিদারুল আলম চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরের প্রবর্তক মোড় এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন জড়ো হয়ে মিছিল করেন। রাতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার ভোর ৪টার দিকে আরো একজনকে গ্রেফতার করা হয়।

ভিডিওতে দেখা যায়, নগরের প্রবর্তক এলাকায় বায়েজীদ রোড অংশ থেকে স্লোগান দিয়ে ১৫ থেকে ২০ ব্যক্তি মোড়ে দিকে আসছেন। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—স্লোগান দেন। মিছিলটি বদনা শাহ মাজার এলাকা হয়ে গোল পাহাড়ের দিকে যেতে দেখা যায়।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এর আগেও মিছিল করেছিল। অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, গত ১৮ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ৩০ থেকে ৫০ জন জামালখান এলাকায় ঝটিকা মিছিল করে সরে পড়েন।

২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button