বাংলাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় ইসলাম (২৬) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার সৌদি আরব সময় রাত ৯টার দিকে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিহত হৃদয় ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর (মিরকিল্লা পাড়া) গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ইসলাম সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি রেস্টুরেন্টের ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। গত ৮ নভেম্বর (শনিবার) সৌদি আরব সময় বিকেল ৪টার দিকে মোটরসাইকেলে করে কাস্টমারকে ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি লরি তাঁকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। পরে রিয়াদ থেকে সহকর্মীরা হৃদয় ইসলামের বাড়িতে কল দিয়ে তাঁর মৃত্যুর খবর জানান।

হৃদয় ইসলামের বাবা মজিবুর রহমান আবু বলেন, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ৮ মাস আগে ৬-৭ লাখ টাকা ঋণ করে হৃদয় ইসলামকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে হৃদয় প্রায় পাঁচ মাসের মতো কোনো কাজ পায়নি। তিন মাস আগে রিয়াদের একটি রেস্টুরেন্টে ফুড ডেলিভারি ম্যানের চাকরি নেয়। সেটা আর বেশি দিন করতে পারেনি। ফুড ডেলিভারি দিতে গিয়ে লরি চাপায় মারা গেছে।

মজিবুর রহমান আবু আরও বলেন, ‘দ্রুততম সময়ে সরকারি খরচে যেন ছেলের লাশটি গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয় সে জন্য দুই দেশের সরকারের কাছে দাবি জানাই।’

দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হৃদয় ইসলামের লাশ দেশে আনার বিষয়ে তার পরিবারকে সহযোগিতা করা হবে। তার লাশটি যেন সরকারি খরচে পরিবারের কাছে পৌঁছে সে বিষয়ে ইউনিয়ন পরিষদ কাজ করবে।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button