বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ বন্ধ ঘোষনা করলো শিক্ষার্থীরা

অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ বন্ধ ঘোষনা করলো শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। জানা গেছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী রেল ক্রসিং ও আমতলী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবে তারা। একইসঙ্গে, তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন (বন্ধ) থাকবে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে এ কর্মসূচি ঘোষণা করেন প্রতিষ্ঠানটির আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সচিবালয় থেকে আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্টরা বসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালিত হবে।
এছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলবে না বলেও জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবারের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানানো হয়।

এর আগে, আজ বেলা ১১টার দিকে মহাখালীর রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। তখন রাজধানীর মহাখালী হয়ে বের হওয়া দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ট্রেন চলাচলও বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা বিকাল ৪টার দিকে অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। অবরোধ শেষে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। সেখানে গিয়েও তারা অনশন কর্মসূচি পালন করেন। সর্বশেষ সংশ্লিষ্টদের আশ্বাসে তারা অনশন শেষ করে ক্যাম্পাসে ফেরেন।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button