বাংলাদেশ

মুখ ঢেকে রাতের অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামের ওয়াসা এলাকায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ নিয়ে টানা দ্বিতীয় দিন চট্টগ্রামে ছাত্রলীগকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওয়াসা এলাকায় এ মিছিল করে ১০ থেকে ১২ জন যুবক। ওই সময় তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টার পর ওয়াসা এলাকার ব্যাটারী গলি এলাকার সামনে কিছু যুবক জড়ো হয়। এরপর তারা হঠাৎ ‘আমরা কারা- শেখ হাসিনা’, ‘তোমরা কারা- শেখ হাসিনা’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ‘চলছে লড়াই, চলবে লড়াই, শেখ হাসিনা লড়বে’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’- বলে স্লোগান দেয়। এরপর পল্টন রোড এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারও আগে, গত ১৮ অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ২০-৫০ জন তরুণ জামালখান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন। মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন ছিলেন। যাদের সবার মুখ মাস্কে ঢাকা। মিছিলে ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেওয়া হয়। এরপর দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন।

ওই ঘটনার পর কোতোয়ালী থানা পুলিশ চারজন, চকবাজার একজন এবং পাঁচলাইশ থানা পুলিশ তিনজনকে আটক করে।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button