বাংলাদেশ

যদি ভাবেন আপনারা না আসলে ভারতের ক্ষতি, না এসেই দেখুন: হরভজন

যদি ভাবেন আপনারা না আসলে ভারতের ক্ষতি, না এসেই দেখুন: হরভজন

পাকিস্তানের আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আবার কথার লড়াই শুরু হয়ে গেল ভারত-পাকিস্তানের মাঝে।

পাকিস্তানের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টটিতে ভারত দল পাঠাবে না, আবার ভারতের বাজারকে খেপিয়ে টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা তো আইসিসির নেই। কী করা যায়, এ নিয়েই চলছে আলোচনা।

এর মধ্যে এই আলোচনায় যোগ দিয়েছেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং। পাকিস্তানকে সুযোগ পেলেই খোঁচা মেরে কথা বলা হরভজন বলেছেন, পাকিস্তান যদি মনে করে তারা ভারতে দল না পাঠালে ভারতের খুব বেশি কিছু যাবে-আসবে, তাহলে তারা ভারতে না এসেই দেখতে পারে!

পাকিস্তানে হতে যাওয়া টুর্নামেন্টে ভারতের দল না পাঠানো নিয়ে আলোচনার মধ্যে পাকিস্তান দলের ভারতে না যাওয়ার কথা এসেছে কেন? সেটি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন ঘিরে গত কিছুদিনের আলোচনার জেরে। ভারত চায়, তাদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে রেখে ‘হাইব্রিড মডেলে’ হোক চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান শুরুতে সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এখন বলছে, তারা হাইব্রিড মডেলে শুধু তখনই রাজি হবে যদি ভবিষ্যতে ভারতে হতে যাওয়া টুর্নামেন্টগুলোতে পাকিস্তানের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা হয়!

এ নিয়েই হরভজনের খোঁচা। তাঁর মতে, ভারত টুর্নামেন্টের জন্য পাকিস্তানে দল না পাঠালে সেটা অনেক বড় ক্ষতি পাকিস্তান এবং ক্রিকেটের জন্য, তবে পাকিস্তান কোনো টুর্নামেন্টের জন্য ভারতে তাদের দল না পাঠালে তাতে কিছুই যাবে-আসবে না!

ইউটিউবে স্পোর্টস টুডে নামের এক চ্যানেলে সাক্ষাৎকারে ‘ভাজ্জি’ বলেছেন, ‘আপনারা যদি ভাবেন আপনারা ভারতে না এলে আমাদের কিছু আসবে-যাবে, তাহলে না এসেই দেখুন!’ এরপর চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে পরামর্শন দিলেন, ‘ঠিক আছে, আপনাদের হাতে তো বিকল্প আছেই! টুর্নামেন্টটা হাইব্রিড মডেলে আয়োজন করুন, দর্শক খেলা দেখতে আগ্রহী।’

ভারত-পাকিস্তান ম্যাচ এমনিতেই অনেক কম হয় জানিয়ে হরভজন বলেছেন, ‘ম্যাচটা যে তারিখে হওয়ার সেদিনই হতে দিন। আপনারা যদি এখানে (হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে) বাধা হয়ে দাঁড়ান, তাহলে টুর্নামেন্ট হবে কীভাবে?’

ভারত আনুষ্ঠানিকভাবে তাদের দল পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত জানানোর পর পাকিস্তানের বোর্ড যেভাবে শক্ত অবস্থান নিয়েছে, সেটি নিয়ে আরেক প্রশ্নের জবাবে খোঁচা মেরে হরভজন বলেছেন, ‘আপনারা কি ভাবছেন আপনারা ভারতে না এলে তাতে কিছু যাবে-আসবে? মোটেও না! আপনাদের যদি মনে হয় আপনাদের অনুপস্থিতির কারণে ভারতে কোনো টুর্নামেন্টে বাধা পড়বে, সেটা আপনাদের ধারণা। না আসার পথ তো আপনাদের জন্য খোলা থাকছেই!’

বরং আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিটা পাকিস্তান থেকে সরিয়ে দুবাই বা আবুধাবিতে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় সাবেক অফ স্পিনার, ‘যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করুন – আবুধাবি বা দুবাইয়ে খেলতে ওরা রাজি থাকবে। আমরা এমনিতেই এখন ভারত-পাকিস্তান অত বেশি দেখার সুযোগ এখন আর পাই না। পাকিস্তানের উচিত তাদের ইগো একপাশে সরিয়ে রাখা এবং হাইব্রিড মডেলে রাজি হয়ে যাওয়া। ভারতের জন্য (পাকিস্তান যাওয়ার ক্ষেত্রে) নিরাপত্তার প্রশ্নটা ২০২২ সাল থেকেই একটা বড় ইস্যু।’

এমন পরিস্থিতির কারণে পাকিস্তানের সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ লাগছে জানিয়ে ভাজ্জি বলেছেন, ‘ওখানকার সমর্থকদের জন্য খারাপ লাগছে। তাঁদের তো কোনো দোষ নেই। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসবের কিছুই বদলাবে না। খারাপ লাগে যে তাঁরা (পাকিস্তানের সাধারণ ক্রিকেটপ্রেমী) চোখের সামনে কোহলির মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়দের দেখার সুযোগ পাচ্ছেন না।’

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button