মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতির দায়ে ৫ বাংলাদেশি গ্রেফতার
প্রবাস কণ্ঠ ডেস্ক: পেটালিং জায়ায় পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর ফরেন ওয়ার্কার্স মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সির (ফোমেমা) নথি জালিয়াতি করে একটি সিন্ডিকেটের পর্দাফাঁস করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ জানিয়েছেন, সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেপ্তারের পর তারা আবাসিক ভবনে অভিযান চালিয়ে তার সহকারী হিসেবে আরও চার বাংলাদেশিকে আটক করে।
তিনি বলেন, সিন্ডিকেট পাসপোর্টবিহীন বিদেশী নাগরিকদের এই সহকারীদের সহায়তায় পাসপোর্ট প্রতি ১০০ রিঙ্গিত দিয়ে নথি সংগ্রহের সুযোগ দেবে, যারা জাল পাসপোর্ট ব্যবহার করে কাগজপত্রের জন্য আবেদন করতে ফোমেমা প্যানেল ক্লিনিকগুলিতে যাবে।
রুসলিন বলেন, সহযোগীরা ১৯ বার বিভিন্ন প্যানেল ক্লিনিক পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “তদন্তে দেখা গেছে যে মাস্টারমাইন্ড ওভার স্টে ছিল এবং অন্যদের কাছে দেশে থাকার জন্য বৈধ ভ্রমণ নথি ছিল না।
রাসলিন বলেন, প্রায় চার মাস ধরে সক্রিয় এই সিন্ডিকেট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাদের সেবার প্রচারণার জন্য প্রতিটি সেবার জন্য ৫০০ রিঙ্গিত নেয়।
তিনি বলেন, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ১৫(৪) ধারা, পাসপোর্ট আইন ১৯৬৬ এর ধারা ১২(১)(এ) এবং ১২(১)(এফ) ধারায় মাস্টারমাইন্ডকে আটক করা হয়েছে এবং বাকি চারজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(৩) ধারা এবং পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এর ১২(১)(এ) ধারায় আটক করা হয়েছে।
“অধিকতর তদন্তের জন্য তাদের সবাইকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে আটক রাখা হয়েছে এবং তদন্তে সহায়তার জন্য স্থানীয় এক ব্যক্তিকে ইমিগ্রেশন অফিসে রিপোর্ট করার জন্য নোটিশ জারি করা হয়েছে,” তিনি যোগ করেন।
পিকে/এ/এম