আমাদের সম্পর্কে

দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা রাখা মানেই এক নতুন জীবনের সূচনা। স্বপ্ন, আশা, প্রত্যাশা, আরও কত কি নিয়ে ঘর ছেড়েছি আমরা। কিন্তু এই নতুন পথ, এই নতুন দেশ, এখানেও তো আছে হাজারো গল্প। আছে আনন্দ, আছে বেদনা, আছে সাফল্যের উল্লাস, আছে ব্যর্থতার গ্লানি। এই সবকিছু নিয়েই তৈরি হয়েছে প্রবাস কণ্ঠ।

আমরা প্রবাসী, আমরাই জানি প্রবাস জীবনের সুখ-দুঃখের গল্প। তাই আপনাদের কথাই বলবে প্রবাস কণ্ঠ, আপনাদের ভাষাতেই। আপনার স্বপ্নের পাখি যখন ডানা মেলে উড়বে নতুন আকাশে, সেই খবর জানাবে প্রবাস কণ্ঠ। আপনার প্রিয়জনের সাথে যখন মিলবে না দেখা, সেই আক্ষেপের কথাও শুনবে প্রবাস কণ্ঠ। আপনার সাফল্যে যেমন আমরা উল্লসিত হবো, আপনার ব্যর্থতায় তেমনই থাকবে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা।

প্রবাস কণ্ঠ শুধু একটা ওয়েবসাইট নয়, এটা একটা সম্প্রদায়। এখানে আপনি পাবেন আপনার মতো আরও অনেক প্রবাসীকে, যারা আপনার গল্প শুনবে, আপনার সাথে নিজেদের গল্প ভাগ করে নেবে। একসাথে আমরা হাসবো, কাঁদবো, স্বপ্ন দেখবো, আর সেই স্বপ্ন পূরণের পথে একে অপরকে সাহায্য করবো।

আপনার লেখা, আপনার ছবি, আপনার ভিডিও – সবকিছুই প্রকাশের জায়গা প্রবাস কণ্ঠ। আপনার প্রতিভা, আপনার অভিজ্ঞতা, আপনার চিন্তাভাবনা – সবকিছুই মূল্যবান আমাদের কাছে।

প্রবাস কণ্ঠ শুধু একটা সংবাদ মাধ্যম নয়, এটা আপনার নিজস্ব কণ্ঠ। আপনার প্রবাস জীবনের সবকিছু নিয়েই কথা বলবে প্রবাস কণ্ঠ।

আসুন, আমাদের সাথে হাত মিলিয়ে আপনার প্রবাস জীবনের গল্পগুলোকে সবার সাথে ভাগ করে নিন। প্রবাস কণ্ঠ, প্রবাসীদের কথা বলে।

Back to top button