প্রবাস

বাংলাদেশ বিমানের বিভিন্ন রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়

ডেস্ক রিপোর্ট:
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে টিকিটের মূল ভাড়ার উপর ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিটের মূল ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যেকোনো দিনের টিকিট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে এই ডিসকাউন্ট পাবেন। বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকিট ক্রয় করলে এই ছাড় পাওয়া যাবে। ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে।

সাগর, নদী, পাহাড় বা বনে ঘেরা দেশের পর্যটন স্থানগুলো। প্রতিবছর বাড়ছে পর্যটকের সংখ্যা। পর্যটনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপযোগিতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্ব পর্যটন দিবসে পালন করা হয় প্রতিবছরের ২৭ সেপ্টেম্বর। বাংলাদেশেও প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। সে লক্ষ্যেই যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটসহ কয়েকটি আন্তর্জাতিক রুটে টিকিটে ছাড় দিচ্ছে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button