বাংলাদেশ

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, জাহিন স্পিনিং মিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বিশ্বজিৎ সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর আগুন বাড়তেই থাকে। আগুনের তাপ বেশি থাকায় কোনোভাবেই সামনে যাওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন নেভানোর জন্য দুই ঘণ্টা ধরে আড়াইহাজার, কাঞ্চন ও মাধবদী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুনের তাপ বেশি হওয়ায় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ আনতে। রাত এখন পৌনে ১২টা বাজলেও আগুন নিয়ন্ত্রণ আসেনি।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button