বাংলাদেশ

সেনাবাহিনীর সাথে আমাদের কোনও দ্বন্দ্ব নেই: সারজিস

সেনাবাহিনীর সাথে আমাদের কোনও দ্বন্দ্ব নেই: সারজিস

সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম, ঢাকা (আরডিআরএফ) -এর ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এতে সমিতির সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সারজিস বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি আমরা দাঁড়াবো না।

মব জাস্টিস ও ন্যায়বিচার সাংঘর্ষিক মন্তব্য করে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে স্থিতিশীলতা প্রয়োজন, তাই যেকোনো বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে।

এছাড়া রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান সারজিস।

অপরদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে।

এসময়, গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী, আরডিআরএফ সভাপতি তামজিদুল ও সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার, আজকের দৈনিকের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান সাঈদী সোহাগ প্রমুখ।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button