প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোরকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে পেরাক রাজ্যের শ্রম বিভাগ। বুধবার (১১ সেপ্টেম্বর) পেরাক রজ্যের লেবার ডিপার্টমেন্ট (জেটিকে) শ্রম প্রয়োগকারী অভিযানের অধীনে পেরাকের ইপোহ,তানজুং রাম্বুটানের একটি কারখানায় জোরপূর্বক শ্রম হিসাবে শোষিত হওয়ায় চার বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে।

পেরাকের লেবার ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মাদ ফৌজি আবদ গনি এক বিবৃতিতে বলেন, চার কিশোর, যাদের বয়স ১৪ থেকে ১৬ বছর, তারা এক বছরেরও বেশি সময় ধরে কারখানায় কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

“ব্যক্তি পাচার এবং অভিবাসীদের চোরাচালান বিরোধী (অপটিসম) আইন ২০০৭ এর ধারা ৩৩ এর অধীনে, চার কিশোরের একটি অন্তর্বর্তী সুরক্ষা আদেশের (আইপিও) জন্য আবেদন করবে “লেবার ডিপার্টমেন্ট।

উতোসান মালে”র এক প্রতিবেদনে বলা হয়, “জেটিকে কারখানায় এক মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার কারখানায় অভিযান চালানো হয়েছে।

ফৌজি আবদ গনি বলেছে, অপ্রাপ্তবয়স্ক কর্মীদের নিয়োগের জন্য অ্যাটিপসম অ্যাক্ট ২০০৭ এর ১৪ ধারার অধীনে ৫৮ বছর বয়সী নিয়োগকর্তাকে আটক করেছে শ্রম বিভাগ।

পেরাক পুলিশ হেডকোয়ার্টার্সের এন্টি ভাইস, জুয়া ও সিক্রেট সোসাইটিস ডিভিশন (ডি৭) এর ১১ জন, পেরাক জেটিকে কর্মী এবং সাতজন সদস্য দ্বারা এই অভিযান চালানো হয়।

ফৌজি বলেন, অভিযানে ২২৪ অভিবাসী কর্মীর মধ্যে ৩৬ জনকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা (৬)(১)(সি) এর অধীনে কোন বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে আটক করেছে। আটকদের মধ্যে ৩৪ জনই বাংলাদেশি। আর দুইজন নেপালের।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button