প্রবাসমালয়েশিয়া

জোহর রাজ্যে দুইদিন ব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা 

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জোহর বাহারু শহরের অগ্রণী রেমিট্যান্স হাউস হতে দুই দিন ব্যাপী (২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৪) মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়। এ সময়ে জোহর বাহারু শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়।

মোবাইল কনস্যুলার সেবা দেয়ার সময় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ESKL-এর মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্যান্য প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা দেয়ার সময় অগ্রণী রেমিটেন্স হাউস এর সিইওসহ সকলকে আন্তরিকভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়। এছাড়া, সার্বিক সহযোগিতার জন্য হাইকমিশন বিশেষ ধন্যবাদ জানায় জোহর বাহারুর বাংলাদেশি সকল সেবা-প্রার্থী এবং কমিউনিটি সদস্যদের।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button