প্রবাসমালয়েশিয়া

৬ লাখ টাকাতেও মালয়েশিয়ায় পাঠাতে পারেননি, এখন সব পক্ষের টালবাহানা !

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ থেকে সরকারি সব প্রক্রিয়া সম্পন্ন করেও নি‍র্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পাঠাতে না পারা প্রায় ১৭ হাজার ক‍‍র্মী এখন দিশেহারা৤ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ের দফায় দফায় সিদ্ধান্ত বদলের কারণে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ ক‍‍র্মীই টাকা ফেরত পায়নি৤ আর যারা পেয়েছেন, তাদের নামে মাত্র টাকা দিয়ে বিদায় করা হয়েছে৤ ক্ষতিগ্রস্ত ক‍‍র্মীদের অনেকের সাথে কথা বলে জানা গেছে, সাড়ে ৫ লাখ থেকে শেষ দিকে ৬ লাখ টাকা প‍‍র্যন্ত দিয়েছেন৤ তবে নানা অযুহাতে নি‍র্ধারিত ৩১ মে ২০২৪ এর মধ্যে মালয়েশিয়ার ফ্লাইটে উঠার ভাগ্য হয়নি তাদের৤

মালয়েশিয়ার শ্রমবাজারে চলতি বছরের ৩১ মে ছিল বিদেশি ক‍‍র্মী যাওয়ার পূ‍র্ব নি‍র্ধারিত শেষ দিন৤ জনশক্তি ক‍‍র্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএনইটিব ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কা‍র্ড ইস্যু হয়েছিল কিন্তু বিমানবন্দরে গিয়েও ক‍‍র্মীরা ফ্লাইটে উঠতে পারেননি, এমন সংখ্যা ১৬ হাজার ৯৭০ জন৤ এই ক‍‍র্মীরা  যেই  সাড়ে ৫ থেকে ৬ লাখ টাকা প‍‍র্যন্ত দিয়েছেন, সেই  টাকার মধ্যে প্রায় দেড় লাখ নিয়েছে কথিত ১০০ রিক্রটিং এজেন্সি সিন্ডিকেট৤  আর বাকি প্রায় সাড়ে ৪ লাখ টাকা রয়েছে সহযোগী বা অথরাইজড রিক্রুটিং এজেন্সির দায়িত্বে৤ বিএমইটি ও রিক্রুটিং এজেন্সি সূত্রে পাওয়া তালিকা অনুযায়ি এই সংখ্যা সাড়ে ৭শ’ ৩৫টি৤

অন্যদিকে ক‍‍র্মীদের টাকা ফেরত দিতে এখন প‍‍র্যন্ত অন্তত তিনবার পদ্ধতি পরিব‍‍র্তন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়৤ মালয়েশিয়ার শ্রমবাজারে এই সময়ে বাংলাদেশে ৩টি সরকার এসেছে৤ যদিও ৩টি সরকারেই এই মন্ত্রণালয়ে সচিব হিসেবে কাজ করছেন মো. রুহুল আমিন৤ এক সচিবই বারবার সিদ্ধান্ত পরিব‍‍র্তন করায় দেখা দিয়েছে নানা প্রশ্ন৤ এতে করে ক‍‍র্মীরা টাকা বুঝে পাচ্ছেন না৤ কেউ কেউ পেলেও ৬ লাখের জায়গায় ক‍‍র্মীকে ৮০ হাজার থেকে এক লাখ দিয়েই, তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রাপ্তিস্বীকারপত্রে সই নেয়ার অভিযোগ আছে৤ এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্ত ক‍র‍‍র্মীদের এখন দেয়ালে পিঠ ঠেকার দশা৤

ক‍‍র্মীদের দেয়া ৬ লাখ টাকা কোথায় গেলো?:

মালয়েশিয়ার শ্রমবাজারে প্রকাশ্যেই আছে রিক্রুটিং এজেন্সি মালিকদের ১০০ জনের সিন্ডিকেট৤ শুরুতে ২৫ টি রিক্রুটিং এজেন্সি, এরপর দুই দফায় আরো ৭৫টি ও সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল যুক্ত হয়৤   বেসরকারি এই ১০০ রিক্রুটিং এজেন্সি মূলত ভিসা প্রসেস করা বা বাজারের আড়তের ভূমিকা পালন করেছে৤ এদের বলা হয় ‘অনুমোদিত রিক্রুটিং এজেন্সি’ বা মেইন বিআরএ৤

এছাড়া মালয়েশিয়া থেকে মূল ভিসা বা চাহিদাপত্র সংগ্রহ করা অথবা ভিসা কিনে আনা এবং দেশে ক‍‍র্মী সংগ্রহ করেছে এমন রিক্রুটিং এজেন্সির সংখ্যা প্রায় সাড়ে ৭শ’৤ এই সাড়ে ৭শ’ রিক্রটিং এজেন্সি ক‍‍র্মী সংগ্রহ করেছে সরাসরি অথবা মাঠ প‍‍র্যায়ে তাদের প্রতিনিধির (সাব এজেন্ট বা মধ্যস্বত্ত্বভোগী) মাধ্যমে৤ এই রিক্রুটিং এজেন্সিকে বলা হয় ‘অথরাইজড রিক্রুটিং এজেন্সি’ বা সহযোগি এজেন্সি৤ অথরাইজড রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় ক‍‍র্মী পাঠাতে হলে সিন্ডিকেটের ১০০ এজেন্সির মাধ্যমেই  বিএমইটি’র  ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিতে হয়েছে বা ভিসা প্রসেস করে ক‍‍র্মী পাঠাতে হয়েছে৤ এর জন্য সিন্ডিকেটের সদস্যকে ( ১০০ রিক্রুটিং এজেন্সি) দিতে হয়েছে প্রায় দেড় লাখ (১,৫০,০০) টাকা৤

তাহলে ক‍‍র্মীরা যে সাড়ে ৫ থেকে ৬ লাখ টাকা প‍‍র্যন্ত দিয়েছেন তার বাকি টাকা কোথায়? বাকি প্রায় সাড়ে ৪ লাখ টাকার দায় অথরাইজড রিক্রুটিং এজেন্সি বা সিন্ডিকেটের বাইরের সেই পওায় সাড়ে ৭শ’ রিক্রুটিং এজেন্সি যারা মালয়েশিয়া থেকে চাহিদাপত্র বা মূল ভিসা এনেছেন এবং দেশে ক‍‍র্মী সংগ্রহ করেছেন৤ মূলত ক‍‍র্মীরা সরাসরি বা মাঠ প‍‍র্যায়ের প্রতিনিধির মাধ্যমেই অথরাইজড রিক্রুটিং এজেন্সির কাছে টাকা ও পাসপো‍র্ট দিয়েছে৤ আর এই রিক্রুটিং এজেন্সিগুলোর ওপরই বাকি সাড়ে ৪ লাখ টাকার দায় ব‍‍র্তায়৤

মোটকথা, ক‍‍র্মীরা প্রায় ৬ লাখ টাকা দিয়েছে অথরাইজড রিক্রুটিংএজেন্সির কাছে, সরাসরি অথবা প্রতিনিধির মাধ্যমে৤  অথরাইজ রিক্রুটিং এজেন্সি ক‍‍র্মী পাঠানোর প্রসেস করাতে সিন্ডিকেটকে দিয়েছে দেড় লাখ টাকা৤ আইনগতভাবে, দুই রিক্রুটিং এজেন্সিকেই ক‍‍র্মীদের সম্পূ‍র্ণ টাকা ফেরত দিতে হবে৤ কারণ, সিন্ডিকেটের সদস্যদের লাইসেন্স ব্যবহৃত হয়েছে, বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে৤ আর অথরাইজড রিক্রুটিং এজেন্সি বা সহযোগী রিক্রুটিং এজেন্সিগুলো অঙ্গীকারনামা দিয়ে  সিন্ডিকেটের মাধ্যমে ক‍‍র্মী পাঠিয়েছে মালয়েশিয়ায়৤

দফায় দফায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরিব‍‍র্তন:

৪ জুলাই ২০২৪ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান,  বায়রার সঙ্গে  বৈঠকে তারা টাকা ফেরত দিতে সম্মত হয়েছে। কর্মীরা যে যত টাকা দিয়েছে, ১৮ জুলাইয়ের মধ্যে  সেই টাকা ফেরত দিতে হবে৤  ক‍‍র্মীরা বিএমইটি ক্লিয়ারেন্স অনুযায়ী ১০০ রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে টাকা নিতে পারবে৤

২৮ আগস্ট ২০২৪ মন্ত্রণালয় থেকে রিক্রুটিং এজেন্সিকে নতুন নিয়ম উল্লেখ করে আরেকটি চিঠি দেয়া হয়৤ সেই চিঠর মূল বিষয় হচ্ছে, “আগামী ০৩-০৯-২০১৪ তারিখের মধ্যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী ১০১ টি রিক্রুটিং এজেন্সি সরাসরি কর্মী বা প্রযোজ্য ক্ষেত্রে সহযোগী রিক্রুটিং এজেন্সিসমূহকে দায়-দেনা পরিশোধ করবে এবং সহযোগী রিক্রুটিং এজেন্সিসমূহ আগামী ১০-০৯-২০২৪ তারিখের মধ্যে সরাসরি কর্মীদের অর্থ ফেরত প্রদান করবে মর্মে নির্দেশনা প্রদান করেন৤”

২৬ সেপ্টেম্বর ২০২৪ আবারো নতুন পদ্ধতি আবিস্কার করে মন্ত্রণালয়৤ এবার রিক্রুটিং এজেন্সিকে দেয়া চিঠিতে বলা হয়, “মালয়েশিয়ায় ক‍‍র্মী প্রেরণকারী  ১০০ টি রিক্রুটিং এজেন্সি তাদের অনুকূলে বহি‍র্গমন ছাড়পত্র প্রদানকৃত যে সকল ক‍‍র্মী মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের প্রত্যের দায়-দেনা পরিশোধ (নিজে কিংবা প্রযোজ্যা ক্ষেত্রে সহযোগি এজেন্সির মাধ্যমে)। সংক্রান্ত প্রমাণপত্রসহ বিস্তারিত তথ্যাদি আগামী ১০-১০ ২০২৪ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে অবহিত করবেন৤”

ক‍‍র্মীদের সম্পূ‍র্ন টাকা ফেরত দিতে মন্ত্রণালয়ের করণীয় হতে পারে:

ক‍‍র্মীদের টাকা ফেরতের সদিচ্ছা থাকলে মন্ত্রলায়ের লাইসেন্স নেয়া দুটি রিক্রুটিং এজেন্সিকেই দায়িত্ব দিতে হবে৤  কারণ, অথরাইজড রিক্রুটিং এজেন্সিগুলো সিন্ডিকেটের মাধ্যমে পাসপো‍র্ট -ভিসা ও ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নেয়ার সময় একটি অঙ্গিকারনামা জমা দিয়েছে৤ সেই অঙ্গিকারনামায় নিয়োগদাতা কোম্পানীতে ক‍‍র্মীর সঠিক কাজ ও বেতনের নিশ্চয়তাসহ যাবতীয় দায়িত্ব নেয়ার কথা উল্লেখ রয়েছে৤  তাই পাঠাতে না পারা ক‍‍র্মীদের তালিকা থেকে কোন রিক্রুটিং এজেন্সি ভিসা প্রসেস করেছে, তা আলাদা করে সিন্ডিকেটর ১০০ রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্ট এজেন্সিকে দিবে মন্ত্রণালয়৤ একই সাথে অঙ্গিকারনামা অনুযায়ী ঐ ক‍‍র্মী কোন অথরাইজড বা সহযোগী রিক্রুটিং এজেন্সি সংগ্রহ করেছে, সিন্ডিকেট সদস্যের কাছ থেকে সেই তথ্য নিয়ে মন্ত্রণালয় থেকেই নোটিশ দিতে হবে৤  ক‍‍র্মী পাঠানো বা টাকা নেয়ার জন্য দায়বদ্ধ এই দুই রিক্রুটিং এজেন্সিকে সময় নি‍র্ধারণ করে দিয়ে ক‍‍র্মীদের সম্পূ‍র্ণ টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়কে৤

২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়া সরকারের সাথে কর্মী পাঠানোর সমঝোতা স্মারক সই হয়। এর পর ২০২২ সালের ৮ আগস্ট থেকে কর্মী পাঠানো শুরু হয় দেশটিতে। ৩১ মে ২০২৪ পর্যন্ত জনশক্তি ক‍‍র্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যাুরো- বিএমইটি থেকে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে  ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা ছাড়পত্র দেওয়া হয়েছে। শেষ দিন প‍‍র্যন্ত মালয়েশিয়ায় গিয়েছেন  ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন ক‍‍র্মী৤  বিএমইটি’র তথ্য অনুযায়ী ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হওয়ার পরও ১৬ হাজার ৯৭০ জন মালয়েশিয়ায় যেতে পারেননি।

মিরাজ হোসেন গাজী, সিনিয়র রিপো‍‍র্টার- বাংলাভিশন টেলিভিশন

ও ফাউন্ডার- প্রবাস তথ্যকেন্দ্র৤

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button