প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় অগ্নি দগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭ টায় একজন ও শনিবার ভোর রাত ৩ টায় অন্যজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সিগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সিগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম (ডাকনাম: আকাশ),আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুইটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি জানানো হয়েছে। দ্রুততার সাথে এই মৃতদেহ দুইটি দেশে পাঠানোর আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম জাহিদুর রহমান।

জাহিদুর রহমান জানান, শনিবার হাসপাতালে উপস্থিত হলে ডাক্তাররা পরিচয় পাওয়ার পরে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ফারিহা এবং ডা: জাকুয়ান পেশাদারিত্বের পাশাপাশি সহমর্মিতা প্রকাশ করেন।

প্রথম সচিব জাহিদুর রহমান আরো জানান, কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সিগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সাথে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে। কুয়ালালামপুর হাইকমিশন থেকে টিম আসার জন্য তারা অসম্ভব খুশি হন এবং পরবর্তীতে তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে তারা প্রশ্রিুতি দিয়েছেন।

এর আগে ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি কর্মীর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button