‘তুফান’ কি পাইরেসির কবলে? অনলাইনে ছড়িয়ে পড়ার গুঞ্জন
ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’ দেশ-বিদেশের বক্স অফিসে ঝড় তুলেছে। কিন্তু এই সাফল্যের মাঝেই উদ্বেগের কালো মেঘ ঘনিয়েছে – ছবিটি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
গতকাল সোমবার (৮ জুলাই) সন্ধ্যা থেকেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও এফটিপি সার্ভারে ‘তুফান’ পাওয়া যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। ইউটিউবেও ‘তুফান, ফুল মুভি’ নামে বেশ কিছু কনটেন্ট দেখা গেছে, যদিও সেগুলোর শিরোনামের সঙ্গে ভেতরের বিষয়বস্তুর মিল নেই।
‘তুফান’ এর অন্যতম প্রযোজনা সংস্থা আলফা-আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, “’তুফান’ সিনেমা হলে বসেই উপভোগ করার মতো একটি সিনেমা। পাইরেটেড কপি দেখে এর আসল মজা পাওয়া যাবে না।”
তিনি আরও জানান যে ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই পাইরেসি রোধে তাদের দক্ষ টিম কাজ করছে। অনলাইনে যেসব প্ল্যাটফর্মে কিছু কিছু পাইরেটেড কপি পাওয়া গিয়েছিল, সেগুলো ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। এরপরও যদি সিনেমাটি অনলাইনে আসে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের ১৫টি দেশে এরই মধ্যে ছবিটি মুক্তি পেয়েছে। ভারতের পশ্চিমবঙ্গেও গত ৫ জুলাই মুক্তি পেয়ে দারুণ সাড়া ফেলেছে ‘তুফান’।
এই পরিস্থিতিতে ছবিটির পাইরেসির খবর নির্মাতা ও প্রযোজক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে, শাহরিয়ার শাকিলের আশ্বাস, যেই পাইরেসি করুক না কেন, তার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবেন।
প্রবাস কণ্ঠ/এম/এ